বিশ্বকাপের দল ঘোষণা করল ২ শিশু
- ক্রীড়া প্রতিবেদক
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:০৫
বিশ্বকাপের দল ঘোষণা করবেন প্রধান নির্বাচক। এমনটাই ছিল প্রত্যাশিত। কিন্তু ঘটল এক ব্যতিক্রম ঘটনা। সবার আগে গতকাল বিশ্বকাপ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সাথে ছিল চমক। তারা সংবাদ সম্মেলনে পাঠিয়েছেন দুই শিশুকে। তাদের একজনের নাম মাতিলদা, অন্যজন অ্যাংগুস। তারা নিজেদের পরিচয় দেন। এরপর তারা টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেন এবং শেষে দলের জন্য শুভ কামনা জানান। ব্যতিক্রম এই আয়োজন মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমী ও অনুরাগীদের। অবশ্য এবারই প্রথম এমন কিছু করেনি নিউজিল্যান্ড। গত বছর ওয়ানডে বিশ্বকাপের সময় তারা তাদের খেলোয়াড়দের পরিবারের সদস্যদের দিয়ে দল ঘোষণা করিয়েছিল। খেলোয়াড়দের স্ত্রী ও সন্তানরা নির্দিষ্ট খেলোয়াড়কে পরিচয় করিয়ে দিয়েছিল তাদের কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন কিউইরা ৭ জুন তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। নিউজিল্যান্ড স্কোয়াড : কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি। ট্রাভেলিং রিজার্ভ : বেন সিয়ার্স।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা