০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সমতা ফেরার ম্যাচ নিগারদের

-

পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে শুরুর ম্যাচে হেরে ব্যাকফুটে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বিকেল ৪টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছেন নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীতের ভারত।
প্রথম ম্যাচে ভারতের ১৪৫ রানের জবাবে ১০১ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। তার আগে মারুফা ও রাবেয়ার বোলিংয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছিল ভারত। কিন্তু ব্যটারদের ব্যর্থতায় আশানুরূপ কিছু করতে পারেনি জ্যোতি বাহিনী। তিনজনই ছুঁতে পেরেছিলেন দুই অঙ্কের ঘর। তন্মধ্যে অধিনায়কের হাফসেঞ্চুরি উল্লেখযোগ্য। অন্য দু’জন বিশের নিচে।
পরিকল্পনায় বিশ্বকাপ থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটারদের যে নিম্নমুখী পথচলা সেটি থেকে আর বেরুতে পারেনি দল। দলীয় শতরান পার করাই যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেটি হোক টি-২০ কিংবা ওয়ানডে। আজ আরো আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামার ঘোষণা নিগারের। ‘কিভাবে যে কি হয় সেটিই যেন ঠিক করতে পারছি না। সবাই আত্মবিশ্বাসী কিন্তু মাঠে তার প্রয়োগ ঠিকমতো হচ্ছে না। আগামীকাল (আজ) শতভাগ দিতে প্রস্তুত দল। সমতায় ফিরতেই মাঠে নামব ইনশা আল্লাহ।’


আরো সংবাদ



premium cement