১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হোয়াইট ব্যাজ : মাসফিয়া প্রথম

-

গ্র্যান্ডস্লাম পরিচালনার স্বপ্ন পূরণের প্রথম ধাপে পা রেখেছেন ১৮ বছর বয়সী বাংলাদেশের মাসফিয়া আফরিন। আইটিএফ হোয়াইট ব্যাজ রেফারির স্বীকৃতি পেয়ে ইতিহাস গড়েছেন তিনি। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও মালয়েশিয়া টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কুয়ালালামপুরে ২৪-২৮ এপ্রিল হয়েছে ‘আইটিএফ হোয়াইট ব্যাজ স্কুল’। মাসফিয়া সেখানে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলে হোয়াইট ব্যাজ রেফারির স্বীকৃতি পান তিনি।
মাসফিয়ার আগে ২০০০ সালে হোয়াইট ব্যাজের স্বীকৃতি পেয়েছিলেন বাংলাদেশের সারোয়ার মোস্তফা জয়। তিনি পেয়েছিলেন চেয়ার আম্পায়ার হিসেবে। রেফারি হিসেবে মাসফিয়াই প্রথম এই স্বীকৃতি পেয়েছেন। টেনিস ম্যাচে একজন রেফারির অধীনে কয়েকজন চেয়ার আম্পায়ার থাকেন। হোয়াইট ব্যাজ আন্তর্জাতিক টেনিস রেফারিংয়ে অনেকটা প্রাথমিক ধাপ। এরপর রয়েছে সিলভার ও গোল্ডেন ব্যাজ।


আরো সংবাদ



premium cement