কর্মকর্তাদের বাঁকা দৃষ্টিতে নারী আম্পায়ার
- ক্রীড়া প্রতিবেদক
- ২৯ এপ্রিল ২০২৪, ০০:৫৭
ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুর শেরেবাংলায়। অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সিসিডিএম প্রথমবারের মতো একজন নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিকে অনফিল্ডে দায়িত্ব পালন করতে পাঠায়। তার সাথে ছিলেন এ আই এম মনিরুজ্জামান।
নারী আম্পায়ারের অধীনে খেলতে চায়নি ডিপিএলের দুই দল। গণমাধ্যমের শিরোনামে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। নারীরা যেখানে এগিয়ে যাচ্ছে, শত বাধা পেরিয়ে অজেয়কে জয় করছে, সেখানে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের মতো সুপারস্টারদের কেন এমন লিঙ্গ বৈষম্য? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার জেসি জানান, ‘আমি রীতিমতো বিস্মিত। ক্রিকেটাররা মাঠে কখন নামতে আপত্তি করল? আমি গণমাধ্যমেই পড়লাম এমন খবর। অথচ মাঠে তো সবাই আমার প্রশংসা করল।’
জেসির এমন বক্তব্যের অভিযোগের তীর সরাসরি ক্লাবগুলোর ওপরই পড়ে। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠুর দাবি ক্লাব কর্মকর্তারা জেসির নিয়োগ নিয়ে কথা বলেছে। কিন্তু কোনো অভিযোগ করেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা