০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

অস্ট্রেলিয়ার ছায়া থাকবে না তো ভারত সিরিজে

-

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় না থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনায় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত নারী ক্রিকেট দল। ঢাকায় পৌঁছে বিশ্রাম না করে বিমানবন্দর থেকে সিরিজের ভেনু সিলেটে গিয়েছে সফরকারীরা। এই সিরিজের প্রস্তুতি নিতে অবশ্য আগে থেকেই সেখানে অবস্থান করছে বাংলাদেশ নারী দল।
সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপ ভাবনায় এই সিরিজের সূচি সিলেটে রেখেছে বিসিবি। এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো স্পোর্টিং উইকেটে হয়। মিরপুরে দেখা যায় স্পিননির্ভর উইকেট বেশি থাকে। ভারত এখানে সুবিধা পেলে আমরাও তো পাবো। ভালো উইকেটে ব্যাটাররা মন খুলে খেলতে পারে।’
তবে বিশ্বকাপের আগে বাংলাদেশের ভাবনার জায়গা এই ব্যাটিং বিভাগ। গত ৪ এপ্রিল শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিগার ছাড়া সবাই ব্যর্থ হন রান করতে, ইনিংস বড় গড়তে। মূলত ব্যাটারদের ব্যর্থতায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-২০ সিরিজের সবগুলো ম্যাচ হারে বাংলাদেশ। দলীয় শতরানও পার করতে পারেনি নিগার বাহিনী।
ভারত সিরিজে অমন হতশ্রী অবস্থা থেকে বের হতে চান নিগার, ‘পুরো ব্যাটিং বিভাগ কষ্ট করেছে। আমাদের ফিরতে হবে। এই দলটাই তো শেষ কিছু দিন ভালো করেছিল। এখন আমরা একটু খারাপ সময় পার করছি। যদিও সবাই আত্মবিশ্বাসী তবে মাঠে এর প্রয়োগ ঘটাতে না পারলে মূল্য থাকবে না।’
এ জন্য সিলেটে অনুশীলন ক্যাম্পে ব্যাটাররা নেটে বাড়তি সময় কাটাচ্ছেন। ভারত সিরিজের শুরুতে ব্যাটাররা ছন্দে ফিরতে পারলে দলের পরিবেশ বদলে যাবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। একই সাথে দুই দলের সর্বশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মিরপুরে যে উত্তাপ ছড়িয়েছিল, তার রেশ এই সিরিজেও থাকতে পারে বলে মনে করেন নিগার, ‘তারা আমাদের চ্যালেঞ্জ করবে। সে চ্যালেঞ্জ কিভাবে ফিরিয়ে দিতে হবে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল