১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

১১৬ বছরের ইতিহাসে এই প্রথম

মিলান ডার্বিতে এসি মিলানকে হারিয়ে লিগ শিরোপা জয়ের পর উল্লাসরত ইন্টার মিলান ফুটবলাররা : ইন্টারনেট -

মিলান ডার্বি জয়ে ১১৬ বছরের ইতিহাসে এই প্রথম শিরোপা জিতল ইন্টার মিলান। লিগ শিরোপা জয়ের উদযাপনের মঞ্চ আগেই তৈরি ছিল। প্রস্তুত মঞ্চে শুরুতেই ফ্রান্সেসকো আচের্বির গোলে এগিয়ে যায় সিমোনে ইনজাগির দল। দ্বিতীয়ার্ধে মার্কাস থুরাম ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণও নেয় ইন্টার। শেষের দিকে মিলানের ফিকায়ো তমেরি একটি গোল শোধ করলে নাটকীয়তার আভাস চলে আসে ম্যাচে। কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে তিন লাল কার্ডে ছড়িয়ে পড়ে বাড়তি উত্তেজনা। তবে সব কিছু উড়িয়ে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে ২০তমবারের মতো সিরি ‘আ’ শিরোপা জয় করল ইন্টার। এর চেয়ে বেশি লিগ শিরোপা কেবল রয়েছে জুভদের। ৩৬ লিগ শিরোপা নিয়ে অনেক সবার ওপরে জুভেন্টাস।
সিমোনে ইনজাগি ২৪ বছর পর লিগ শিরোপা জয় করলেন। ২০০০ সালে লাৎজিওর হয়ে সিরি ‘আ’ শিরোপা জয় করেছিলেন ইতালির সাবেক এই স্ট্রাইকার। আর ৮ বছরের কোচিং ক্যারিয়ারে ও ২০২১ সালে ইন্টারের দায়িত্ব আসার পরও এই প্রথম। আর ২০২১ সালের পর আবার শিরোপা স্পর্শ করল ইন্টার।
ম্যাচের ১৮ মিনিটে কর্নারের ফলে বাঁজামাঁ পাভার্দের হেড পাস পেয়ে কাছ থেকে হেডেই ইন্টারকে এগিয়ে নেন ইতালিয়ান ডিফেন্ডার ফ্রান্সেসকো আচের্বি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম। ৮০ মিনিটে কাছ থেকে হেডে ব্যবধান কমিয়ে লড়াইয়ে নতুন রোমাঞ্চ ছড়ান তমোরি।
নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের শেষ কয়েক মিনিটে মাঠে উত্তেজনা ছড়ায়। লাল কার্ড দেখেন এসি মিলানের ডিফেন্ডার থিও হার্নান্দেজ ও ইন্টারের ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস। খানিক বাদে প্রতিপক্ষের একজনকে কনুই মেরে ডিফেন্ডার ডেভিড কালাব্রিয়াও বহিষ্কার হলে ৯ জনে পরিণত হয় এসি মিলান। এর পরপরই বাজে রেফারির শেষ বাঁশি। দুই মৌসুম পর আবার মুকুট ফিরে পাওয়ার উৎসব শুরু ইন্টার শিবিরে।


আরো সংবাদ



premium cement