শেখ জামালকে হারিয়ে সেমিতে পুলিশ
- ক্রীড়া প্রতিবেদক
- ২৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
পুলিশ ৩-০ শেখ জামাল
ফেডারেশন কাপের সেমিতে খেলার অভিজ্ঞতা আগেও আছে বাংলাদেশ পুলিশের। ২০২০ সালে তারা সেমিতে হেরেছিল বসুন্ধরা কিংসের কাছে। এবার ফের এই আসরের শেষ চারে তারা। গতকাল গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রথমার্ধে করা তিন গোলেই ম্যাচ এক পেশে করে দেয় পুলিশ। এরপর আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি শেখ জামাল। ফলে তৃতীয় দল হিসেবে এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপের সেমিতে উঠেছে তারা। এর আগে শেষ চারে উঠা নিশ্চিত করে বসুন্ধরা কিংস ও মোহামেডান। আগামী মঙ্গলবার ঢাকা আবাহনী এবং ফর্টিস এফসির মধ্যে শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
ম্যাচের ২৩ মিনিট বয়সেই শেখ জামালকে ব্যাকসিটে ঠেলে দেয় পুলিশ। ২ মিনিটে জোভাখির শখিবভ, ৮ মিনিটে ম্যাচের দ্বিতীয় আত্মঘাতীতে হয়। ২৩ মিনিটে তৃতীয় গোল উজবেকিস্তানের আজামত আবদুল্লায়েভের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা