শিরোপার আরো কাছে আবাহনী
- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ এপ্রিল ২০২৪, ০০:৪৮
সুপার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার দৌড়ে আরো এক পা এগিয়ে গেল আবাহনী লিমিটেড। শান্তর দল গ্রুপ পর্বের ১১ ম্যাচসহ এই ম্যাচ দিয়ে টানা ১২ ম্যাচ জিতল।
লিটনের মন্থর ফিফটির দিনে তৌহিদ হৃদয় দেখালেন কারিশমা। উপহার দিলেন ঝড়ো ফিফটি। তাদের দু’জনের দুই রকমের ফিফটির আগে বল হাতে যথারীতি উজ্জ্বল শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ফলে আবাহনীর আরো একটা জয়।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার লিগের প্রথম ম্যাচে ১৭৯ রানের লক্ষ্য ৬৯ বল বাকি থাকতে টপকে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। আর দু’টি জয় পেলেই চ্যাম্পিয়ন হবে তারা। এই পরাজয়ে আনুষ্ঠানিকভাবে শিরোপা দৌড় থেকে ছিটকে গেল প্রাইম ব্যাংক।
গত ফেব্রুয়ারিতে রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের পর যেন হাসতে ভুলে গিয়েছিল লিটনের ব্যাট। তিন সংস্করণ মিলিয়ে টানা ১১ ইনিংসে ৫০ ছুঁতে পারেননি তিনি। বেশ কিছু ইনিংসে আউট হন বাজে শট খেলে। অবশেষে প্রায় দুই মাস পর রানের দেখা পেলেন। ১০৬ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন। পাঁচ নম্বরে নামা হৃদয় ৪ চার ও ৫ ছক্কায় ২৭ বলে করেন ৫৫ রান। ২৭ রানে তিন উইকেট নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শরিফুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা