ইয়ংমেন্সের দরকার ড্র পিডব্লিউডির জয়
প্রিমিয়ারে উঠার লড়াই- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ এপ্রিল ২০২৪, ০০:৪৬
শেষ দিকে এসে দারুণ জমে উঠেছে এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। কোন দুই দল প্রিমিয়ারে উঠবে সেটি নির্ধারণের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। তিন দল ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল, ঢাকা ওয়ান্ডারার্স ও পিডব্লিউডি শিরোপার রেসে থাকায় জমে গেছে লড়াই। তবে একটি দলের প্রিমিয়ারে উঠা আজ নিশ্চিত হতে পারে। তা ইয়ংমেন্স বা পিডব্লিউডি। ইয়ংমেন্স যদি আজ ড্র করে পিডব্লিউডি সাথে তাহলে তারা প্রমোটেড হবে বিপিএলে। অন্য দিকে জয়ের বিকল্প নেই পিডব্লিউডির সামনে। পিডব্লিউডি জিতে গেলে ইয়ংমেন্সকে তখন অপেক্ষায় থাকতে হবে। সে ক্ষেত্রে আগামীকাল বাফুফে এলিট অ্যাকাডেমির বিপক্ষে ওয়ান্ডারার্স যদি জয় পায় তাহলে কপাল পুড়বে ইয়ংমেন্সের। প্রিমিয়ারে উঠবে পিডব্লিউডি ও ওয়ান্ডারার্স। আর ওয়ান্ডারার্স যদি ড্র করে অথবা হেরে যায় সে ক্ষেত্রে সুযোগ মিলবে ইয়ংমেন্সের। আজ ইয়ংমেন্স হারলে এবং ওয়ান্ডারাস যদি বাফুফে এলিটের সাথে আগামীকাল ড্র করে তাহলে ইয়ংমেন্স এবং ওয়ান্ডারার্সের মধ্যে প্লে-অফ হবে প্রিমিয়ারে উঠার দল নির্ধারণে। ১৩ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট ওয়ান্ডারার্স ও পিডব্লিউডির।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা