উলভসকে হারিয়ে শীর্ষে আর্সেনাল
- ক্রীড়া ডেস্ক
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জিতল আর্সেনাল। আর এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরে এলো গানাররা। প্রথমার্ধের শেষ মিনিটে লিয়ান্দ্রো ট্রোজার্ডের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ওডেগার্ড। উলভারহ্যাম্পটনের মাঠে গত পরশু ২-০ গোলে জিতল মিকেল আর্তেতার দল। ৩৩ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ফিরল এমিরেটসের দলটি। ৭৩ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় লিভারপুল। ৩৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উলভারহ্যাম্পটন। দিনের অন্য ম্যাচে লুটন টাউনের মাঠ থেকে ৫-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে ব্রেন্টফোর্ড। শেফিল্ড ইউনাইটেডকে ৪-১-এ হারিয়েছে বার্নলি।
বুন্দেসলিগায় গত সপ্তাহেই বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্য খর্ব করে জার্মান লিগ শিরোপা নিশ্চিত করেছে বায়ার লেভারকুজেন। এদিন লিগে ইউনিয়ন বার্লিনকে ৫-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। গোল করেছেন টমাস মুলার দু’টি, লিয়ন গোয়েতজা, হ্যারি কেন ও মাথিয়াস টেল। ওলফসবোর্গ ১-০তে হারিয়েছে বোচুমকে। হেইডেনহেইমের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে আরবি লিপজিগ।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ২-২ ড্র করার পর বায়ার্ন মিউনিখের মাঠে ১-০ গোলে হারে আর্সেনাল। মাঝে প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে পরাজয় ২-০ ব্যবধানে। তিন ম্যাচ পর লিগে এসে জয়ে ফিরল আর্সেনাল।
উলভসের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আর্সেনাল। প্রথমার্ধের শেষ মিনিটের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রতিপক্ষের ডি বক্সে পড়ে গিয়েও দু’জনের চ্যালেঞ্জের মুখে সতীর্থকে খুঁজে নেন গ্যাব্রিয়েল জেসুস। বল পেয়ে ঠাণ্ডা মাথায় শটে জাল খুঁজে নিলেন লিয়ান্দ্রো ট্রোজার্ড। বেলজিয়ান ফরোয়ার্ডের চলতি আসরে এটি নবম গোল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আর্সেনালের দু’টি দারুণ আক্রমণ রুখে দিয়ে উলভারহ্যাম্পটনের আশা বাঁচিয়ে রাখেন গোলরক্ষক। কিন্তু পঞ্চম মিনিটে আর পারেননি। ওডেগার্ডের প্রথম শট চমৎকার স্লাইডে ঠেকিয়ে দেন স্বাগতিক এক ডিফেন্ডার। ফিরতি বলে দুরূহ কোণ থেকে গোলরক্ষকের পাশ দিয়ে জাল খুঁজে নেন আর্সেনাল অধিনায়ক। তিন ম্যাচ পর জয়ে ফেরার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে আর্তেতার দল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা