আমি কী দোষ করেছি : ইমন
- ক্রীড়া প্রতিবেদক
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
মোহামেডান-আবাহনী হকি ম্যাচে আবাহনীর মিমো মোহামেডানের আমিরুলকে ধাক্কা দেয় এবং স্টিক দিয়ে মারতে উদ্দত হয়। সাথে সাথে উভয় দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়। এ সময় জটলায় আবাহনীর নাঈম উদ্দিন মোহামেডানের দ্বীন ইসলাম ইমনকে স্টিক দিয়ে আঘাত করলে তার কপাল ফেটে যায়। তার কপালে সাতটি সেলাই করা হয়। ওমানের আম্পায়ার মোহামেডানের দু’জনকে এবং আবাহনীর একজনকে লাল কার্ড দেন। সেখানে মোহামেডানের ইমনও ছিলেন।
সাবেক বাংলাদেশ স্পোটিংয়ের অধিনায়ক ও বর্তমানে মোহামেডান শিবিরে থাকা ইমন জানান, ‘আমি ঠেকাতে গিয়ে আহত হয়েছি। এমনটি আমার হাতে কোন স্টিকও ছিল না। অথচ আমাকেই আঘাত করে রক্তাক্ত করা হয়। এর উপর আবার লাল কার্ডও দেয়া হয়। এটা কেমন আইন। নিজের রক্তও ঝরলো আবার লাল কার্ডের নিষেধাজ্ঞাও দেয়া হলো। এটা তো আমার প্রতি পুরোপুরি অবিচার করা হয়েছে। আশা করছি ফেডারেশন বিষয়টি অনুধাবন এবং লাল কার্ডের বিষয়টি পর্যালোচনা করবেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা