১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেসিময় ম্যাচ শীর্ষে মিয়ামি

-

ম্যাচ শুরুর দুই মিনিটেই ফ্রাঙ্কো নেগ্রির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইন্টার মিয়ামি। শুরুর ধাক্কা সামলে দ্রুতই ভূমিকা পালন করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) এর পরই দু’টি গোল করেছেন এই ফরোয়ার্ড। মধ্যে সার্জিও বুসকেটসের গোলে সহায়তা করেছেন। সব মিলে ন্যাশভিল এসসিকে গতকাল ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ইন্টার মিয়ামি। আর সাত গোল নিয়ে লিগের গোল স্কোরারদের তালিকায় এখন সবার ওপরে মেসি। এ ছাড়া সহায়তা করেছেন তিনি ছয়টি গোলে। ২০১৬ সালের পর প্রথমবার কোনো ফুটবলার মৌসুমের প্রথম ছয় ম্যাচেই গোল করতে পারলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে তার গোল এখন ৯টি, সহায়তা করেছেন ৮ গোলে।
মিয়ামির মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ন্যাশভিল। কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান নেগ্রি। ডাইভ দিয়ে চেষ্টা করেও ঠেকাতে পারেননি গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। ৯ মিনিট পরই গোল শোধ করে সমতায় ফেরে মিয়ামি। লুইস সুয়ারেজের বুদ্ধিদীপ্ত টোকা থেকে বল পেয়ে দারুণ গতিতে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে গোলে শট নেন মেসি। ন্যাশভিলের গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি বলে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক জালে বল পাঠাতে ভুল করেননি। ৩৯ মিনিটে মেসির মাপা কর্নার কিকে দারুণ হেড করে মিয়ামিকে এগিয়ে নেন বুসকেটস। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করে দেন মেসি। এ নিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো লিগে টানা দু’টি ম্যাচ জিতল মিয়ামি। এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে এখন ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মেসিরা। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউইয়র্ক রেড বুলস।


আরো সংবাদ



premium cement