১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোহামেডানের ৮ সোলেমানের ৫

-

মোহামেডান ৮-০ ব্রাদার্স
ফর্টিস ০-১ বসুন্ধরা কিংস
চট্টগ্রাম আবাহনী ২-১ রহমতগঞ্জ

গত কয়েক বছর ধরেই বলতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্ল¬াবকে একাই টানছেন সোলেমান দিয়াবাতে। গত বছর দর্শকপ্রিয় দলটির ফেডারেশন কাপ জয়ের নেপথ্যেও মালির এই স্ট্রাইকার। গতকাল সাদাকালো শিবিরের এই অধিনায়কের ৫ গোলের উপর ভর করেই তারা ৮-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। এই ৫ গোল দিয়ে সোলেমান এখন এবারের এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা। তার মোট গোল ১৩টি। অন্য দিকে মোহামেডানের অবস্থান পয়েন্ট তালিকায় আগের মতোই দ্বিতীয় স্থানে। ১২ খেলায় ২৬ পয়েন্ট তাদের। কাল অন্য ম্যাচে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষেই আছে বসুন্ধরা। লিগ চ্যাম্পিয়নদের পয়েন্ট ৩১। আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারিয়ে নবম স্থান থেকে ৭-এ উঠে এসেছে চট্টগ্রাম আবাহনী। তাদের পয়েন্ট ১২ খেলায় ১৩। ফর্টিসেরও পয়েন্ট ১৩। তবে গোল পার্থক্যে ষষ্ঠ স্থানে তারা। রেলিগেশন শঙ্কায় থাকা রহমতগঞ্জের সংগ্রহ ১০। ব্রাদার্স আছে ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে। শেখ রাসেল ৭ থেকে ৮-এ নেমে গেছে।
কাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রথমার্ধে মোহামেডানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়লেও ব্রাদার্সের অসহায় আত্মসমর্পণ করতে সময় লাগেনি। ম্যাচের ৪ মিনিটে ব্রাদার্সের মিরাজুল ইসলাম দারুণ সুযোগ পেয়েছিলেন। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে একক প্রচেষ্টায় বল নিয়ন্ত্রণে রাখেন, তারপর তার ডান পায়ের নিচু জোরালো শট সাইড বারের নিচে লেগে প্রতিহত হয়। এরপরই শুরু সাদাকালোদের ঝড়। ৩৩ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। মুজাফফরভের লং পাসে বক্সের ভেতরে শাহরিয়ার ইমন ফাঁকায় নিচু শটে গোলকিপারকে পরাস্ত করেন। ৪৩ মিনিটে মোহামেডান ব্যবধান দ্বিগুণ করে। ইমানুয়েল সানডের ক্রসে দিয়াবাতের গোলে।
প্রথমার্ধের ইনজুরি টাইমে বক্সের বাইর থেকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দিয়াবাতে ভেতরে ঢুকে শেষ বাধা আগুয়ান গোলকিপারকে ডজ দিয়ে সোজা বল জড়িয়ে দেন জালে।
বিরতির পরও মোহামেডানের দাপট। ৬৮ মিনিটে সোলেমান দিয়াবাতে হ্যাটট্রিক পূর্ণ করেন। জাফর ইকবাল করেন অ্যাসিস্টে। ৭২ মিনিটে দিয়াবাতে স্কোরলাইন ৫-০ করেন। এরপর ৭৫ মিনিটে জুয়েল মিয়া স্কোরলাইন ৬-০ করেন। শেষের দিকে আরো দুই গোল হয়। ৮৭ মিনিটে ইমানুয়েল টনি সপ্তম গোল করেন। ৮৯ মিনিটে দিয়াবাতে ৮-০ করে ব্রাদার্সকে বড় লজ্জায় ফেলেন। ম্যাচ সেরাও তিনি।
ব্রাদার্স ইউনিয়ন এখনো জয়ের মুখ দেখতে পায়নি। নবম হারে ধীরে ধীরে দলটি রেলিগেশনের দিকে যাচ্ছে।
রাজশাহী স্টেডিয়ামে ম্যাচ সেরা মিগুয়েল ফিগেইরোর গোলে ফর্টিস বাধা টপকালো বসুন্ধরা কিংস। অপর ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজের পাস থেকে বিপক্ষ কিপারকে পরাস্ত করেন দীর্ঘদেহী মিগুয়েল ফিগেইরো।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বড় গুরুত্বপূর্ণ জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। রহমতগঞ্জের বিপক্ষে তাদের এই জয় রেলিগেশন এড়ানোর বড় হাতিয়ার হলো। ১৫ মিনিটে নাইজেরিয়ান সেউন পলের গোলে এগিয়ে যাওয়া চট্টগ্রাম আবাহনীর। ৪৯ মিনিটে বিপক্ষ গোলরক্ষক মামুন আলিফের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে বন্দরনগরীর দলটি। ৫৭ মিনিটে ঘানার আর্নেস্ট বোয়েটাং ব্যবধান কমালে লড়াইয়ে ফেরে পুরান ঢাকার দলটি। তবে এরপরও হার এড়াতে পারেনি তারা। ফলে ১০ দলের মধ্যে নবম স্থানে রহমতগঞ্জ।


আরো সংবাদ



premium cement