১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোস্তাফিজ থেকে শেখার আছে আইপিএলের

-

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রের শর্তানুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। অর্থাৎ ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরতে হতো বাঁ হাতি এই পেসারকে। তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আরো এক ম্যাচ বেশি খেলার সুযোগ পাচ্ছেন কাটার মাস্টার। ১ মে আরেকটি ম্যাচ বেশি খেলে বাংলাদেশে ফিরবেন তিনি। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও জালাল ইউনুসের মতে, মোস্তাফিজের আইপিএলে কিছুই শেখার নেই। উল্টো তার কাছ থেকে শিখবে আইপিএলের ক্রিকেটাররা।
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশে ফেরার আগে ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবেন মোস্তাফিজ। ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দেয়া হলেও পাঞ্জাবের বিপক্ষে খেলার জন্য তাকে এক দিন ছুটি বাড়িয়ে দেয় বিসিবি। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে পরদিন বাংলাদেশে আসবেন। এরপর ৩ মে থেকে শুরু হতে যাওয়া টি-২০ সিরিজের দলে যোগ দেবেন বাঁ হাতি এই পেসার।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে কয়েক দিন বিরতি থাকলেও তাকে আইপিএল খেলতে পাঠাবে না বিসিবি। যদিও বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানের মতে, মোস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে না খেলে আইপিএলে খেললেই বেশি শিখতে পারতেন। এ নিয়ে গণমাধ্যমের কাছে কয়েকদিন আগেই বিবৃতি দেন আকরাম। এবার ক্রিকেট অপারেশন্সের বর্তমান চেয়ারম্যান জালাল জানালেন, শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলা নয়, দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশ হিসেবে মোস্তাফিজকে ফিরিয়ে আনছেন তারা।
জালাল বলেন, ‘মোস্তাফিজের আইপিএলে শেখার কিছু নাই। তার শেখার সময় পার হয়ে গেছে; বরং মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএল খেলোয়াড়রা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছে পেলে অন্যদের সুবিধা হবে। আইপিএল আপনাদের কাছে মনে হয় শুধু ৪ ওভারের খেলা। কিন্তু এটি কী জানেন কতটা ধকল নিতে হয়? খেলা শেষে রাত ১টায় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয়। এটা অনেক কষ্ট।’

জালাল ইউনুস জানান, যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে মোস্তাফিজকে বিশ্রাম দিতে চায় তারা; যাতে সতেজ থেকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং টি-২০ বিশ্বকাপে খেলতে পারেন। এ কারণেই তাকে ভারত থেকে উড়িয়ে আনছে বিসিবি। ‘তারা চাইবে মোস্তাফিজ থেকে শতভাগ নেয়ার জন্য। তার ফিটনেস, স্বাস্থ্য এসব নিয়ে তাদের মাথাব্যথা নেই, কিন্তু আমাদের আছে। জিম্বাবুয়ে সিরিজে আমরা তাকে ওয়ার্ক লোড ঠিক রেখে খেলাব। আইপিএলে থাকলে সেই পরিকল্পনা হবে না। সুতরাং তার শেখার অধ্যায় শেষ। মোস্তাফিজকে শেখানোর আর কোনো দরকার নেই। সে সাত-আট বছর ধরে ক্রিকেট খেলে। বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্টে যাচ্ছে, যাওয়ার আগে তো এডজাস্ট করতে হবে। আই নিড হিম। ফ্রেশ মুস্তাফিজকে চাই। এক্সহস্টেড মুস্তাফিজকে না।’


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল