১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বকাপে ১২০ ভাগ দেবে : শান্ত

সংবাদ সম্মেলনে শান্ত -

আইসিসির ওয়ানডে বা টি-২০ বিশ্বকাপে বরাবরই অনেক প্রত্যাশা থাকে বাংলাদেশ দলকে ঘিরে। দর্শক, সমর্থকদের সেই সব প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেন না ক্রিকেটাররা। এবার তাই সমর্থকদের প্রত্যাশা করতেই মানা করছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক অবশ্য জানিয়েছেন, ক্রিকেটাররা ১২০ ভাগ দিয়েই ম্যাচ জিততে চাইবে।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপেও প্রত্যাশা করা হচ্ছিল বাংলাদেশ দলকে নিয়ে। যদিও সেই বিশ্বকাপে কেবল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পেরেছে বাংলাদেশ। কাগজে-কলমে সেটিই ছিল বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ।
গুলশানে একটি করপোরেট প্রতিষ্ঠানের চিফ ব্র্যান্ডিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন শান্ত। সেখানে শান্ত বলেন, ‘আমি একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দিবে, প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা আমি দিতে পারি। এবং প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলবে। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি। আমরা যেটা পারি, ওই জিনিসটা করার চেষ্টা করি। আমরা জেতার জন্য খেলব।’
আইপিএলের পরই যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম পর্বে গ্রুপ ‘ডি’-তে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালের সাথে খেলবে বাংলাদেশ। প্রথম পর্বের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি করে দল উঠবে সুপার এইটে। সেখানে আটটি দল খেলবে দু’টি গ্রুপে ভাগ হয়ে। সে ক্ষেত্রে পরের রাউন্ডে যেতেই অনেক চড়াই-উতরাই পার হতে হবে বাংলাদেশ দলকে।

বিশ্বকাপ নিয়ে মাতামাতি নয়
উইজডেনের হিসাবে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। শান্ত অবশ্য আশা হারাচ্ছেন না। দলের ক্রিকেটারদের ওপর পরিপূর্ণ ভরসা রাখছেন বাংলাদেশের অধিনায়ক। তবে প্রত্যাশার চাপ যেন দলকে কাবু করতে না পারে, সেদিকেই আপাতত নজর রাখছেন তিনি।
শান্ত বলেন, ‘প্রতি বছর আমি দেখি, বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা, এটা করব, সেটা করব এসব নিয়ে অনেক কথাবার্তা হয়। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। এই প্রত্যাশা সবার মনের মধ্যে থাক।’
তিনি যোগ করেন, ‘আপনারা জানেন বাংলাদেশ দল কী চায়, আমরা খেলোয়াড়রাও জানি বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে চাই। সবাই চায় যে অনেক বড় কিছু করি। কিন্তু এটা নিয়ে যখন, খুব বেশি মাতামাতি হয়, তখন আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। কারণ, দরকার নাই। ফলাফল যখন হবে তখন বোঝা যাবে।’

মোস্তাফিজ বেশি আগ্রহ নিয়ে খেলে
আইপিএলে এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান। দলটির অন্যতম সেরা পারফর্মারও তিনি। ৫ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন। অনেকে সমালোচনাও করছেন। অনেকে মনে করেন জাতীয় দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেন না এই কাটার মাস্টার। অবশ্য এমন সমালোচনার সাথে একমত নন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন মোস্তাফিজ যখন দেশের হয়ে খেলেন তখনও তার নিবেদনের কোনো ঘাটতি দেখেন না। ‘আমি যেটা বলতে চাই, যখন মোস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলে তখন ওর আগ্রহটা আরো বেশি থাকে। বাইরে একটা লিগ খেলছে। অবশ্যই ওখানে ওর কমিটমেন্ট আছে। তার কমিটমেন্ট ওখানে সে দেখায়।’
সর্বশেষ শ্রীলঙ্কা টি-২০ সিরিজে সবকটি ম্যাচে সুযোগ পেলেও ওয়ানডে সিরিজে একটি মাত্র ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। তিন টি-২০তে দু’টি ও একমাত্র ওয়ানডেতে দু’টি উইকেট নিয়েছিলেন সাতক্ষীরা এক্সপ্রেস। অনেক আগে থেকেই মোস্তাফিজকে খুব কাছ থেকে দেখেছেন শান্ত। তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, কয়েকটা ম্যাচ আমি কাছ থেকে দেখলাম যখন ক্যাপ্টেনসি করলাম, ও প্রত্যেকটা বল অনেক গুরুত্ব দিয়ে করে এবং কিভাবে ওর দলের উপকার হবে সেটা চিন্তা করেই করে। কমিটমেন্টে কোনো ঘাটতি নেই।’

 

 


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল