নেমে গেল উত্তরা এফসি
- ক্রীড়া প্রতিবেদক
- ১৭ এপ্রিল ২০২৪, ০০:৫৯
৮ দলের এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দুটি দলের অবনমন হওয়ার কথা। যদিও ক্লাবগুলো আশা এবার যেন একটি দলকে রেলিগেটেড করা হয়। যদি ক্লাবদের প্রত্যাশা পূরণ হয় তাহলে স্বস্তি ফরাশগঞ্জ এবং নোফেল স্পোর্টিংয়ের। কারণ কাল ফরাশগঞ্জের কাছে ৩-৪ গোলে হেরে এবারের বিসিএল থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে উত্তরা এফসির। তাদের পয়েন্ট ১২ খেলায় ৪। অন্য দিকে ১০ পয়েন্ট ফরাশগঞ্জের। নোফেল ১৩ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। কাল ফরাশগঞ্জের তনবির দু’টি এবং আলী ও সাকিব একটি করে গোল করেন। উত্তরার শুভ দু’টি ও নায়েক অপর গোল করেন। এ দিকে কাল দিনের প্রথম ম্যাচে পিডব্লিউডিকে জাকির হোসেন জিকুর গোলে ১-০তে হারিয়ে দারুণভাবে শিরোপার রেসে টিকে আছে আবু ইউসুফের দল ঢাকা ওয়ান্ডারার্স। ফলে ১২ খেলায় ২২ পয়েন্ট পিডব্লিউডি ও ওয়ান্ডারার্সের। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা