১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সেলিম লাকির হাফ সেঞ্চুরি!

-

মালয়েশিয়ার ইপোতে ৪-১১ মে অনুষ্ঠিত হবে সুলতান আজলান শাহ কাপ হকি টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টের জন্য স্বতন্ত্র আম্পায়ার হিসাবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকি। লোকাল অর্গানাইজিং কমিটি তার যাবতীয় খরচা বহন করবে। ১১ এপ্রিল সেলিম লাকিকে পাঠানো এশিয়ান হকি ফেডারেশনের সভাপতি ফোমিও ওগোরার সই করা ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়। সেখানে তিনটি ম্যাচ পরিচালনা করবেন তিনি। এখন পর্যন্ত তার আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ৪৭। সেখানে তিনটি ম্যাচ পরিচালনা করলেই আন্তর্জাতিক অঙ্গনে বাঁশি বাজানোর হাফসেঞ্চুরি করবেন দেশসেরা এই হকি আম্পায়ার।
সেলিম লাকি ২০১২ সালে প্রথম আন্তর্জাতিক হকি ম্যাচ পরিচালনা করেন থাইল্যান্ডের ব্যাংককে এইচএফ কাপ হকি টুর্নামেন্টে। সেখানে সেমিফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ পরিচালনা করেন। ২০১৩ সালে মালয়েশিয়ার ইপোতে এশিয়া কাপ তিনটি ম্যাচ, ২০১৪ সালে ঢাকায় এশিয়ান গেমস কোয়ালিফাইংয়ে চারটি, দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস তিনটি, ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমস ভারতের গোহাটিতে গ্রুপ পর্যায়ে ভারত পাকিস্তান ম্যাচসহ ফাইনালে ভারত-পাকিস্তানসহ চারটি ম্যাচ পরিচালনা করেন। উপমহাদেশের জায়ান্ট ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করেই এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) লাইমলাইটে চলে আসেন লাকি।

২০১৭ সালে ঢাকায় এশিয়া কাপ প্রতিযোগিতা চারটি, মালয়েশিয়ার কুয়ালালামপুরে সি গেমস বাংলাদেশের প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে চারটি, একই সালে ওমানে সুলতান কাবুস কাপেও নিরপেক্ষ আম্পায়ার হিসেবে বাঁশি বাজান লাকি। ২০১৮ সালে এশিয়ান গেমস জাকার্তা ইন্দোনেশিয়া হকিতে ছয়টি, এইচএফ কাপ হকিতে হংকংয়ে চারটি, ২০১৯ সালে জুনিয়ার এইচএফ কাপে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ওমানের মাসকাটে পাঁচটি ম্যাচ, ২০২১ সালে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে ফাইনালসহ চারটি, ২০২২ সালে জাকার্তা এশিয়া কাপ হকিতে চারটি ম্যাচে বাঁশি বাজিয়ে তিনটি এশিয়া কাপ ম্যাচ পরিচালনা করেন পুরান ঢাকার এই আম্পায়ার। ২০২২ সালে মালয়েশিয়ার জোহর বারুতে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে পাঁচটি ম্যাচ পরিচালনা করেন।
সেলিম লাকির মাহেন্দ্রক্ষণটি আসে গত বছর ১৮ জুলাই। আন্তর্জাতিক আম্পায়ার এডিট প্যানেলে অন্তর্ভুক্ত হন তিনি। এরপর জার্মানির বাসের ড্রফ এ চার জাতি হকি জুনিয়র টুর্নামেন্টে নিজ খরচে অংশ নিয়ে ফাইনালসহ চারটি ম্যাচ পরিচালনা করেন। ২০২৩ সালেই সাউথ আফ্রিকার প্রিটোরিয়ায় অলিম্পিক কোয়ালিফাই আফ্রিকা অঞ্চলের বাছাই টুর্নামেন্টে নিজ খরচে গিয়ে ফাইনালসহ মোট তিনটি ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যেও একটি দুঃখ রয়েছে। স্পেনের বেলেন্সিয়ায় অলিম্পিক কোয়ালিফাইংয়ে আম্পায়ার হিসেবে মনোনীত হওয়ার পরও ভিসা জটিলতায় যেতে পারেননি।
২০২৪ এ নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ডাক পেলেন এএইচএফ এবং আন্তর্জাতিক সমন্বয়ে মালয়েশিয়ার সবচেয়ে পুরাতন সারা বিশ্বে খ্যাত আজলান শাহ টুর্নামেন্টে। আমন্ত্রণ পেয়ে খুশি সেলিম, ‘এত বড় আসরে আম্পায়ারিং করা খুবই দুরূহ ব্যাপার। নিরপেক্ষ থেকে এই আম্পায়ারিং করতে মুখিয়ে আছি আমি। আশা করি দেশের সম্মান রাখতে পারব।’

 


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল