১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তামিমের ফেরা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে

-

গত বছর জুলাই মাসে আফগানিস্তান সিরিজের মধ্যে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। এক দিন পর প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত প্রত্যাহার করেন। সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ফিরে খেলেন দুই ম্যাচ। এরপর সাকিব আল হাসানের সাথে বিরোধের সূত্র ধরে নানা নাটকীয়তায় আর বিশ্বকাপ স্কোয়াডে থাকেননি।
গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ তামিম ইকবালকে দেখা গিয়েছিল। এরপর থেকেই জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামেননি এই ওপেনার। তবে সবসময় টাইগার শিবিরে ফেরা না ফেরার দোটানার মধ্যে ছিলেন তিনি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, স্বয়ং ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরি বিষয়টি দেখছেন। এ দিকে তামিমকে দলে ফেরানো নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও কথা বলেছেন।
বিশ্বকাপে বাংলাদেশ ভালো করলে কিংবা বিপিএলে ব্যর্থ হলে তামিম ইকবালের ফেরা নিয়ে কি এত আলোচনা হতো? দল ক্রমাগত ভালো করলে অতীত নিয়ে ভাবার সময় সাধারণত থাকে না। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হওয়ায় এবং বিপিএলে ভালো করায় সর্বত্র ছড়িয়ে গেছে তামিম ইস্যু। চরম শত্রুতে পরিণত হওয়া এক সময়ের বন্ধুকে টার্গেট বানিয়ে বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হলেন সাকিব আল হাসান। অন্য দিকে বিপিএলে ফরচুন বরিশালকে প্রথমবার শিরোপা উপার দিয়ে বুড়ো হাড়ে ভেলকি দেখালেন তামিম, হলেন টুর্নামেন্টসেরা। ফলে সবার কাছে স্পষ্ট ক্রিকেটাঙ্গনে কি ঘটেছে। তামিম জানালেন, ‘ফিরতে হলে অনেক কিছুই ঠিকঠাক করতে হবে।’
এ যেন শর্ত জুড়ে দিলেন! আবার এমনটাও শোনা গেল, আরো একটু সময় নিতে চান। এ দিকে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ক্রমেই দল গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ। কম বেশি সাফল্যও আসছে। স্বয়ং বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তামিমের এসব কন্ডিশন নিয়ে যেন কিছুটা ক্ষুব্ধ, ‘আগামীতে কী হবে সেটা তামিম ঠিক করলে তো হবে না। তখনকার পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে বোর্ড।’
বিপিএল, ডিপিএলে দারুণ ছন্দে থাকা তামিমের এখনই দলে ফেরা উচিত বলে মনে করেন পাপন, ‘তামিমের এখন কোনো ইনজুরি নেই। বিপিএলে দেখলাম কোনো ইনজুরি নেই, ডিপিএলেও দেখলাম ইনজুরির সমস্যা নেই। এখনই তো সবচেয়ে ফিট। এখন না খেললে আগামীতে কি হবে কেউ কি বলতে পারে? এখনই খেলা উচিত। এ রকম ফিট তামিমকে আমরা অনেক দিন পাইনি।’
ছন্দে থাকা তামিমকে পেতে বিসিবি সভাপতির উপস্থিতিতে আবারো আলোচনায় বসবে বোর্ড কর্তারা। এ প্রসঙ্গে বোর্ড প্রধান বলেন, ‘তামিম সবসময় জালাল ভাইয়ের সাথেই আগে যোগাযোগ করে। তাই আমি বলেছি আপনারাই আগে বসেন তারপর আমি বসব।’
সুপার লিগে টেবিলের সেরা তিনে থেকে বাংলাদেশকে বিশ্বকাপের টিকিট এনে দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। অথচ বিশ্বকাপেই খেলা হয়নি তার। কেন হয়নি? সেটি সবার জানা। বড় তারকা সাকিব আল হাসানের সাথে শীতল লড়াইয়ে হেরে গিয়ে এক অর্থে সরে যেতে বাধ্য হয়েছিলেন। ফরচুন বরিশালকে বিপিএলের শিরোপা উপহার দিয়ে আগ্রহটাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছেন দেশসেরা এ ওপেনার। আলোচিত এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘জিনিসটা এমনভাবে দেখানো হচ্ছে, যেন আমি ঝুলিয়ে রেখেছি। আসলে এটা ঠিক না। আমার সাথে বিসিবির অলরেডি তিনবার বসা হয়ে গেছে। পাপন ভাইয়ের সাথেও বসেছি, তদন্ত কমিটির সাথেও বসা হয়েছে। আমি আমার জায়গা থেকে প্রথম থেকেই পরিষ্কার ছিলাম। এখানে নতুন করে কিছু বলার নাই।’ সমস্যার মূলে যে বর্তমান কোচ চন্দ্রিকা হাতুরুসিংহে একজন প্রভাবক- তো খোলা সত্যের মতো। পাপনও স্বীকার করেছেন, ‘সম্ভব কি না এটা বোঝার জন্য ওদের সাথে বসতে হবে। তামিমের সাথে বসা খুবই জরুরি। হেড কোচের সাথে বসার মতো কিছু দেখছি না। তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে। এ জন্য কোচকে জিজ্ঞেস করার কী আছে?’
বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস বলেন, ‘আমরা আগেও বসেছিলাম, এবারো তামিমের সাথে একান্তে কথা হয়েছে। তামিম তার কথা উপস্থাপন করেছে। আমরাও আমাদের কথা তাকে বলেছি। এখন তামিমের ভাষ্যটা আমরা বিসিবি প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করব। তিনিই সব শুনে সিদ্ধান্ত দেবেন।’
প্রধান নির্বাচক লিপুর দেয়া এক সাক্ষাৎকারে ওঠে আসে তামিম প্রসঙ্গ। সেখানে তার কাছে প্রশ্ন রাখা হয় তামিমের সাথে তার দলে ফেরা নিয়ে কোনো কথা হয়েছে কি না। জবাবে লিপু বলেন, ‘আমাদের গণ্ডির মধ্যেই রয়েছি। ফরমালি যতটুকু অথরিটি রয়েছি ততটুকুর মধ্যেই আছি। যেকোনো খেলোয়াড়ের সাথেই আমাদের হাই-হ্যালো ধরনের কথা হয়। তামিমকে কে না দলে চায়, সবাই চায়।’
তিনি আরো যোগ করেন, ‘বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। একজন ক্রিকেট খেলোয়াড়ের সাথে আমরা কথা বলতেই পারি; কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নাই, এটা বুঝতে হবে।’
এ ছাড়াও সম্প্রতি টেস্ট দলে সাকিবের ফেরা নিয়েও মুখ খুলেন তিনি। বর্ষীয়ান এই ক্রিকেট কর্তা বলেন, ‘সাকিবকে নতুন করে দেখার কিছু নেই। সে অনেকদিন টেস্টের বাইরে। তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে। সে জাতীয় দলের জন্য ছাতার মতো। তরুণদের অনেক কিছু শেখার আছে। সাকিব জানে তার সুনাম কিভাবে রাখতে হবে।’
এ ছাড়াও চোটের কারণে অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাইফউদ্দিন সম্পর্কে তিনি বলেন, ‘সাইফউদ্দিন একজন ভালো পারফর্মার। সে ইনজুরিতে ছিল, যা তাকে ছিটকে দেয়। এখনো সে বেশ নিবিড় একটা পর্যবেক্ষণে আছে মেডিক্যাল টিমের। তাকে ছক বেঁধে দেয়া হয়েছে কতটুকু কী করতে পারবে। আরো কিছু ম্যাচ তাকে দেখার সুযোগ পাবো।’
চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-২০ বিশ্বকাপের আসর বসবে। তার আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফরম্যাটটিতে সিরিজ রয়েছে বাংলাদেশের। সর্বশেষ বিপিএলে ভালো করায় সাইফউদ্দিনকে সেখানে রাখার ব্যাপারে জল্পনা চলছে দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে। তবে তামিমের ফেরা নিয়ে সংশয় মিটছে না কোনোভাবেই!


আরো সংবাদ



premium cement
শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সকল