০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

লিভারপুলের ড্রতে শীর্ষে উঠল আর্সেনাল

-

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ ড্র করে পয়েন্ট হারিয়ে বড় ধাক্কা খেল লিভারপুল। এই ড্রয়ে টেবিলের শীর্ষে রয়ে গেল আর্সেনাল। দুই দলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে শীর্ষে মিকেল আর্তেতার দল। ওল্ড ট্র্যাফোর্ডে অবশ্য ম্যাচের শুরুতে লুইস দিয়াজের গোলে এগিয়ে গিয়েছিল অ্যানফিল্ডের দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলেই জয়ের পথ থেকে ছিটকে যায় জার্গেইন ক্লপের দল। বার্নার্দো সিলভা ও কোবি মেইনুর গোল করলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষের দিকে মোহাম্মদ সালাহর গোলে ২-২ সমতা নিয়ে ফিরে লিভারপুল।
এ দিন অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেড নিজেদের মাঠে ২-২ গোলে রুখে দিয়েছে চেলসিকে। টটেনহ্যাম হটস্পার নিজ মাঠে নটিংহ্যাম ফরেস্টকে ৩-১ গোলে হারিয়ে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান ষষ্ঠ। ৭০ পয়েন্ট নিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় লিভারপুল। শীর্ষে রয়েছে আর্সেনাল।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের প্রথমার্ধের বড় ব্যবধানে এগিয়ে যেতে পারত লিভারপুল। কিন্তু সবোসলাই-সালাহদের অবিশ্বাস মিসে তা আর পারেন অ্যানফিল্ডের দলটি। অপর দিকে প্রথমার্ধের ছন্নছাড়া ম্যানইউ বিরতির পর ঘুরে দাঁড়াল দারুণভাবে। জাগাল জয়ের সম্ভাবনাও। শেষ পর্যন্ত যদিও পারল না তারা। লিভারপুলের বিপক্ষে অবশ্য ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সম্ভাবনা জাগায় টেন হাগের দল। সতীর্থের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে আলেজান্দ্রো গারনাচো বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। পরের মিনিটেই পাল্টা আক্রমণ লিভারপুলের। তবে দমিনিক সোবোসলাইয়ের শট দারুণ ক্ষীপ্রতায় ঠেকিয়ে দেন আন্দ্রে ওনানা। ইউনাইটেডকে এরপর চেপে ধরে লিভারপুল। একের পর এক আক্রমণের পর সুফল পায় ২৩ মিনিটে। কর্নারে উড়ে আসা বল দারউইন নুনেজের হেডে দূরের পোস্টে বক্সের মুখ থেকে দিয়াসের ভলি এক ড্রপে খুঁজে নেয় ঠিকানা।
প্রথমার্ধের পুরোটা সময়ে প্রতিপক্ষের চাপে কতটা কোণঠাসা ছিল ইউনাইটেড। বিরতির পরও একইভাবে খেলতে থাকে লিভারপুল। তবে ৫০ মিনিটে তাদের ভুলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় ইউনাইটেড। মাঝমাঠে বল পায়ে নিয়ে সামনে না বাড়িয়ে প্রতিপক্ষের অবস্থান না দেখে বাঁ পাশের সতীর্থের উদ্দেশ্যে বাড়ালেন জেরেল কোয়ানসা। কিন্তু মাঝপথে বল ধরেই ইউনাইটেড অধিনায়ক ফার্নান্দেজ শট নিলে অনেকটা এগিয়ে থাকা গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে। ৬৭ মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় ইউনাইটেড। অ্যারন ওয়ান-বিসাকার পাস বক্সে পেয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে দুর্দান্ত বাঁকানো শটে দূরের পোস্ট গোলটি করেন ১৮ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার মেইনু। এগিয়ে গিয়ে আরো উজ্জীবিত হয়ে ওঠে স্বাগতিকরা।
৮৪ মিনিটে সালাহর সফল স্পট কিকে স্বস্তি ফেরে লিভারপুল শিবিরে। তরুণ ইংলিশ মিডফিল্ডার জাভি এলিয়ট ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। বাকি সময়ে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে উঠেও জালের দেখা পেল না অ্যানফিল্ডের দলটি। এতে মূল্যবান দু’টি পয়েন্ট ও শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করার হতাশায় মাঠ ছাড়ল লিভারপুল।


আরো সংবাদ



premium cement
সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম আদালতের নথি চুরির ঘটনায় বিচারাধীন মামলায় প্রভাব পড়বে না কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে : রফিকুল ইসলাম ‘পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার’ সোনাগাজীতে উপজেলা আ'লীগ নেতা গ্রেফতার দেশে ফিরলেন ৯০ জন, ভারতে গেলেন ৯৫ ময়মনসিংহে শীতার্তদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ এক কার্গো এলএনজি ও ৫০ হাজার টন চাল কিনবে সরকার ‘চব্বিশের বিজয়কে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে’ সীমান্তে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে গেল ভারতীয় পুলিশ লন্ডনের উদ্দেশে বাসা থেকে বের হলেন খালেদা জিয়া

সকল