১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হতাশায় হকি ছাড়লেন অনীক

-

চলতি প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে আনুষ্ঠানিক অবসর নিলেন অনীক। অনূর্ধ্ব-১৮ জাতীয় দলে ক্যাম্প করার সুযোগ হলেও জাতীয় দলে সুযোগ হয়নি কখনো। হকিতে সাধারণত আনুষ্ঠানিকভাবে অবসরে যান খুব কম খেলোয়াড়। এটার সাধারণত কোনো চর্চা নেই। তবে যারাই যান তারা আলোচনাতেই থাকেন। অনীক তাদেরই একজন।
অনীকের হকির তালিম শুরু ওস্তাদ ফজলু কাছে। চাচা মীর নুরুআমিন মাধ্যমে তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থায় বিভিন্ন স্কুল টুর্নামেন্ট থেকে শুরু। ২০০৬-২০০৯ সাল থেকে দ্বিতীয় বিভাগ রায়ের বাজার স্পোর্টিং ক্লাব অধিনায়ক ছিলেন। প্রিমিয়ার লিগ ২০১১ থেকে শুরু। বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডার্স, ওয়ারী ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে প্রিমিয়ার খেলেছেন। এ ছাড়া ঢাকা জেলা যুবদল ও সিনিয়র দল, বাংলাদেশ গেমস, জাতীয় চ্যাম্পিয়নশিপ, পটুয়াখালী, চট্টগ্রাম ও সাতক্ষীরা জেলা দলের হয়ে খেলেছেন। আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয় হয়ে তো খেলেছেনই।
২০১৫ সালের ২২ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। হকি খেলাটাকে প্রফেশন হিসেবে নিতে পারেননি। সংসার সামলাতে গিয়ে হকিতে পূর্ণ মনোযোগও দিতে পারেননি। একটা সময় ব্রত নিয়ে হকির গুণগান গাইতেন, চোখে ছিল রাজ্যের স্বপ্ন। পরে জীবিকার তাগিদে স্বপ্ন আর স্বপ্ন থাকেনি। মুখ থুবড়ে পড়েছে সব বাসনা। কয়েক মাস রাইড (পাঠাও) করলেন। এর মাঝে ঘর আলো করে এক মেয়ে ও এক ছেলে পৃথিবীতে এলো। দিন-রাত পরিশ্রম করেও কূল-কিনারা করতে পারেননি। স্বাস্থ্য খারাপ হতে লাগল। পরে সব ছেড়ে বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
অনীক জানালেন, ‘ভালোবেসেছিলাম হকিকে। আরো খেলতে পারতাম। কিন্তু প্রিমিয়ার লিগের অনিশ্চয়তায় ছাড়তে হলো। নিয়মিত লিগ হলে টাকা-পয়সার মোটামুটি একটা ধারা থাকত। একবার লিগ হলে কয়েক বছর খবর নেই। এ পর্যন্ত আসতে পারতাম না যদি বাবা মীর নূর মোহাম্মদের সার্বক্ষণিক সহযোগিতা থাকত। তার সাথে অক্লান্ত পরিশ্রম ছিল ওস্তাদ ফজলুর। ওস্তাদ ছায়ার মতো লেগে থাকত।’ ভবিষ্যৎ পরিকল্পনায় অনীক বলেন, ‘অভাব-অনটনে মুখে যতই বলি হকি ছেড়ে দিয়েছি কিন্তু অন্তর থেকে তো মুছে ফেলা যায় না। চাকরির পাশাপাশি হকির কোচিং প্রফেশনে আসতে চাই।’ ওস্তাদ ফজলু জানালেন, ‘ও মেধাবী খেলোয়াড়। কিন্তু কী করবে। পেটে খাবারেরও প্রয়োজন। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা নাফনদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার : স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে আফ্রিকায় এবার ভয়াবহ ব্লিডিং আই ভাইরাসের হানা প্রথম দফায় ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প! প্রতিদিন সকালে মোরগ কেন ডাকে?

সকল