১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৯ ওভারেই জিতল শাইনপুকুর

-


মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল মুখোমুখি হয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর। ১০০ ওভারের ম্যাচ, ৪৮.৪ ওভারের খেলার নিষ্পত্তি। রূপগঞ্জের গড়া ১১০ রানকে ৯ ওভারেই টপকে যায় শাইনপুকুর। শুরুতেই চার উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দেন স্পিনার হাসান মুরাদ। এ নিয়ে তিন ম্যাচে দ্বিতীয়বার চার উইকেট পেলেন বাঁ হাতি এই স্পিনার। রান তাড়ায় নেমে বাকি কাজটুকু সেরে ফেললেন তানজিদ হাসান তামিম ও জিসান আলম। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
টস হেরে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জ ৩৯.৪ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১১০ রান তুলে। শাইনপুকুরের চার স্পিনার মিলে ঝুলিতে পুড়েন ৯টি উইকেট। ২১ রানে চার উইকেট মুরাদের। এক ম্যাচ আগে পারটেক্সের বিপক্ষে ঠিক ২১ রানেই চার উইকেট নিয়েছিলেন তরুণ এই বাঁ হাতি স্পিনার। আরাফাত সানি ৯ ওভারে স্রেফ ১০ রানের বিনিময়ে নেন দু’টি উইকেট। এস এম মেহেরব হাসানও নেন দুই উইকেট। রিশাদ হোসেনের প্রাপ্তি এক উইকেট। ম্যাচসেরা হন মুরাদ।
রান তাড়ায় ঝড়ের বেগে ছুটে শাইনপুকুর। ছয় ছক্কায় ২৮ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন জিসান, তিন ছক্কায় ২৮ বলে তানজিদ তামিম অপরাজিত ৪৮ করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব : ১১০/১০ (৩৯.৪ ওভার) আল মামুন ২০, আইচ ৭, রোহান ৫, গালিব ১৭, শামসুর ১১, ফরহাদ ১৯, হাসিম ১, সালমান ১৪, সোহাগ ০, অনিক ২, বর্ষণ ৪*; রবিউল ১/১৪, মেহেরব ২/৮, আরাফাত সানি ২/১০, ৪/২১, রিশাদ ১/২৬।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ১১১/০ (৯ ওভার) তানজিদ ৪৮*, জিশান ৫৮*।
দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২০ রানে হারিয়েছে সিটি ক্লাব। ফতুল্লায় গতকাল নিচের সারির দুই দলের লড়াইয়ে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫১ রান তোলে সিটি ক্লাব। এই রান তুলতে বড় অবদান ছিল সাজ্জাদুল হকের ৭০ ও মইনুল সোহেলের ৫৩ রান। ২৪ রানে চার উইকেট নেন ব্রাদার্সের আবু জায়েদ রাহি।
২৫২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩১ রানেই থেমে যায় ব্রাদার্সের ইনিংস। সর্বোচ্চ ৬০ রান আসে রহমতউল্লাহর ব্যাট থেকে। এ ছাড়া আসিফ করেন ৪৪ রান। ৪৭ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সিটি ক্লাবের ইফরান হোসেন।

সংক্ষিপ্ত স্কোর
সিটি ক্লাব : ২৫১/৯ (৫০ ওভার) সাদিকুর ০, হাসান ৪১, কমল ১৫, কফিল ০, সাজ্জাদুল ৭০, মইনুল সোহেল ৫৩, রাফসান ১০, মইনুল ২২, ইফরান ৩*, নয়ন ১, গালিব ১*, আবু জায়েদ রাহি ৪/২৪, নিলয় ১/২৬, রহমতউল্লাহ ১/৩৯, মাহমুদুল ২/৪২।
ব্রাদার্স ইউনিয়ন : ২৩১/৮ (৫০ ওভার) রহমতউল্লাহ ৬০, ইমতিয়াজ ২৫, মাহমুদুল ১৫, আসিফ ৪৪, মজিদ ১৩, রাহাতুল ৩০, নিলয় ১৩, মনির ১৮*, আবু জায়েদ ৩, জুবায়ের ১*; ইফরান ৫/৪৭, গালিব ১/৪৮, মইনুল ১/৩৬, নয়ন ১/৩৮।

 

 


আরো সংবাদ



premium cement