০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

জয় বসুন্ধরার হার এড়াল আবাহনী

ঢাকা আবাহনী ১-১ ফর্টিস এফসি; চট্টগ্রাম আবাহনী ০-৫ বসুন্ধরা কিংস; ব্রাদার্স ০-২ রহমতগঞ্জ
জোড়া গোল করা রাকিব হোসেনের সাথে অপর গোলের মালিক গফুরভ (বসা) : বাফুফে -


এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। তাদের কাছে ০-৫ গোলে বিধ্বস্ত চট্টগ্রাম আবাহনী। রাকিব হোসেনের জোড়ায় এই বিশাল জয়। প্রথম পর্বের দেখায় অস্কার ব্রুজনের দল ৩-০ ব্যবধানে জিতেছিল। গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামে ৯৬ মিনিটের গোলে হার এড়িয়েছে ঢাকা আবাহনী। ফর্টিস এফসির সাথে তাদের খেলা ১-১ এ শেষ হয়। কাল এবারের লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে রহমতগঞ্জ। রাজশাহী স্টেডিয়ামে তাদের ২-০ গোলের জয় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ৫৫ মিনিটেই ম্যাচের সব আকর্ষন শেষ করে ফেলে বসুন্ধরা কিংস। এমন নৈপুণ্যে তারা প্রিমিয়ার লিগের মুকুট ধরে রাখার পথেই থাকল। ১১ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো শক্ত করেছে তারা। ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রিমন হোসেনের পাস থেকে ডরিয়েলটনের শটে পরাস্ত অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় রবিনহোর পেনাল্টিতে। রায়হানের হাতে বল লাগলে এই স্পট কিকের সৃষ্টি। এই ব্রাজিলিয়ানের পাস থেকে ১৯ মিনিটে রাকির হোসেন আগুয়ান গোলকিপার রানার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। প্রথমার্ধের ইনজুরি টাইমে উজবেক বাবুরবেগের থ্রু পাসে গোল আরেক উজবেক আসরোর গফুরভের। ফলে ৪-০তে প্রধমার্ধ শেষ।
৫৩ মিনিটে দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে পঞ্চম গোল। যদিও গোলদাতা স্থানীয় রাকিব। রবিনহোর কাছ থেকে বল পান ডরিয়েলটন। এরপর এই স্ট্রাইকারের ক্রসে রাকিব টোকায় রানাকে হারিয়ে শেষ পেরেকটি ঠুকে দেন।

শেষ মুহূর্তের গোলে হার এড়াল আবাহনী
ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরি গ্রিশিনের গোলে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে হার দেখেছিল আবাহনী লিমিটেড। কাল ফিরতি পর্বেও সেই অবস্থার মুখোমুখি হতে যাচ্ছিল তারা। ৬১ মিনিটে গ্রিশিনের গোলে এগিয়ে যায় ফর্টিস। রহমত মিয়ার হেডের পাস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। এই সুযোগে বল পেয়ে বল জালে পাঠান গ্রিশিন। ৯৬ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের লক্ষ্যভেদে ফর্টিসকে ১-১ গোলে রুখে দিয়েছে তারা। ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের কর্নার থেকে গোল কার্নেলিয়াসের। ড্র করে আকাশি-নীল জার্সিধারীরা লিগ লড়াই থেকে আরও দূরে চলে গেছে।
গতকাল জামাল ভূঁইয়াকে ছাড়াই শুরু থেকে খেলেছে আবাহনী। সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডার কর্নেলিয়াস স্টুয়ার্ট একাই কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে পারেনি। এতে জেতা হয়নি আবাহনীর।
লিগে আবাহনী ১১ ম্যাচে চতুর্থ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। সমান ম্যাচে ফর্টিস এফসি চতুর্থ ড্রয়ে ১৩ পয়েন্টে পুলিশের সাথে পঞ্চম স্থানে আছে।

রহমতগঞ্জের প্রথম জয়
এবারের মধ্যবর্তী দল বদলে মিসরীয় মোস্তফাকে ছেড়ে দেয় ব্রাদার্স ইউনিয়ন। কাল এই মিডফিল্ডারই গোল করে গোপীবাগের দলটিকে ব্যাকসিটে ফেলে দেন। ৪৪ মিনিটে তার এই গোল। ৮৫ মিনিটে পুরান ঢাকার দলটির জয় নিশ্চিত হয় ঘানার আরনেস্ট বোয়েটাংয়ের গোলে। প্রথম জয়ে চট্টগ্রাম আবাহনীকে গোল পার্থক্যে নবম স্থানে ঠেলে অস্টম স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। ১১ খেলায় ১০ পয়েন্ট তাদের। আর ব্রাদার্স তিন পয়েন্ট নিয়ে এখনো ১০ দলের মধ্যে দশম।

 


আরো সংবাদ



premium cement
আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ

সকল