০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের ভিসা হলো ২৩ ক্রিকেটারের

-

এক সিরিজের রেশ না কাটতেই ক্রিকেটারদের মনোযোগ দিতে হয় আরেকটি সিরিজে। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যই শেষ হলো বাংলাদেশ ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সিরিজ। সর্বশেষ টেস্ট সিরিজে হারের ক্ষত শেষ না হতেই শুরু হয়েছে বিশ্বকাপের আবহ। ভারতের মাটিতে গত বছর টাইগাররা চরম ব্যর্থতায় শেষ করেছে ওয়ানডে বিশ্বকাপ। সেই রেশ না কাটতেই দুয়ারে কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। তা টি-২০ বিশ্বকাপ। অতি সম্প্রতি সাদা ও লাল বলের সিরিজে বাংলাদেশের সফলতা কেবল শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ জয়। বাকি সিরিগুলোতে হয়তো হার, না হয় সমতায় শেষ করেছে বাংলাদেশ।

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপে যেতে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ভিসার কাজ শেষ করা। ভিসার কার্যক্রম সেরেছেন গতকাল ২৩ জন ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-২০ দলের খেলোয়াড়দের বাইরে কাল দূতাবাসে গেছেন আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, জাকির হাসান। ছিলেন মোস্তাফিজুর রহমানও। আইপিএল থেকে ভিসার প্রক্রিয়া সারতে তিনি জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন। পাসপোর্ট হাতে পেলেই তার আবার ভারতের টিকিট কাটার কথা।

বিশ্বকাপের জন্য ভিসার কাজ সেরেছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাঈম শেখ, তানজিম হাসান তামিম, লিটন দাস, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শামীম হোসেন পাটওয়ারী, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিদ হাসান সাকিব। এ ছাড়া আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আছে সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসান সোহানের।


আরো সংবাদ



premium cement