রীতিমতো হুমকি শাহিন আফ্রিদির
- ক্রীড়া ডেস্ক
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
পাকিস্তান ক্রিকেট গত সপ্তাহটি ছিল নাটকীয়তায় ভরপুর। বাবর আজমের কাছে অধিনায়কত্ব হারিয়েছে শাহিন শাহ আফ্রিদি। আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানো ছাড়াই তাকে সরিয়ে বাবরের হাতে ওয়ানডে ও টি-২০ দলের নেতৃত্ব তুলে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড-পিসিবি। এ নিয়ে এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শাহিন। তবে মনে ছিল চাপা ক্ষোভ। এসব নিয়ে গেল কয়েক দিনে কোনো মন্তব্য না করলেও এবার যেন আর থামতে পারলেন না শাহিন। নিজের ইনস্টাগ্রামে রীতিমতো হুমকি দিয়ে বসলেন পাকিস্তানি এই বাঁহাতি পেসার।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গতকাল একটি স্টোরি শেয়ার করেন শাহিন আফ্রিদি। স্টোরিতে তিনি লেখেন, ‘আমাকে কখনই এমন অবস্থায় ফেলবেন না, যেখানে আমাকে দেখাতে হবে যে, আমি কতটা নিষ্ঠুর ও নির্মম হতে পারি। আমার ধৈর্য পরীক্ষা করবেন না। কারণ আমি আপনার দেখা সবচেয়ে দয়ালু ও মধুরতম ব্যক্তি হতে পারি। কিন্তু একবার আমি আমার সীমায় ছাড়িয়ে গেলে, আপনি আমাকে এমন কিছু করতে দেখতে পাবেন, যা কেউ ভাবতে পারেনি। সেটিই আমি করে দেখাতে পারি।’
শাহিন আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরানোতে অসন্তোষ প্রকাশ করেছেন তার শ্বশুর ও সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদিও। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাহ-উল-হকের চোখে পরিবর্তনের প্রক্রিয়া ‘খুবই অপ্রীতিকর’।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা