১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুই ড্রতে তিন দলের ক্ষতি

-

এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকাল দুই ম্যাচই ড্র হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে পিডব্লিউডি এবং ফরাশগঞ্জ। অন্য ম্যাচে ১০ জনের নোফেলের সাথে ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স। কাল জিতলে প্রিমিয়ারে উঠার ক্ষেত্রে আরো এগিয়ে যেত পিডব্লিউডি। তারা অবশ্য পিছিয়ে পড়েও ম্যাচটি ড্র করেছে। ৪১ মিনিটে তানবীর ও ৫৪ মিনিটে সোহেলের গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। এরপর ৬৪ মিনিটে শফিকুল ৭৫ মিনিটে তানিন এর গোলে সমতা আসে পিডব্লিউডি। এই ড্রতে অবশ্য লাভ হয়েছে অবনমন শঙ্কায় থাকা ফরাশগঞ্জের। অন্য ম্যাচে জিতলে প্রিমিয়ারে ওঠার পথে থাকত ওয়ান্ডারার্স। তবে তারা ১-১ গোলে ড্র করে নোফেলের সাথে। ম্যাচটি জিতলে রেলিগেশন শঙ্কা দূর হয়ে প্রমোশনের রেসে থাকত নোফেল। ১৯ মিনিটে স্বাধীনের গোলে এগিয়ে যায় ওয়ান্ডারার্স। ৭৩ মিনিটে জাকিরের গোলে সমতা আনে নোফেল। ম্যাচে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওয়ান্ডারার্স।

 


আরো সংবাদ



premium cement