১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টি-২০তেও হোয়াইটওয়াশ

সুইপ শট খেলছেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান করা ব্যাটার অ্যাসলে হিলি : ক্রিকইনফো -

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দুই থেকে তিন উইকেট হারানো বাংলাদেশের নিয়মিত চিত্র। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজেই ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে ছিল নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডেতে কোনো ম্যাচে এক শ’ পার করতে না পারলেও টি-২০’র প্রথম দুই ম্যাচেই ছাড়িয়ে গেছে এক শ’। ওটাই প্রাপ্তি। একটিতেও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। প্রথম দুই টি-২০-তে এক শ’ ছাড়িয়ে গেলেও শেষ ম্যাচে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৭৮ রান, হারতে হয়েছে ৭৭ রানে। ব্যাটিং ব্যর্থতায় আগেই সিরিজ হেরে যাওয়া টাইগ্রেসরা এবার হলো হোয়াইটওয়াশ। এর আগে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছেন জ্যোতিরা।
মিরপুরে জয়ের জন্য ১৫৬ রান তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। মেগান শুটের অফ স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে কভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন মুর্শিদা খাতুন। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় পয়েন্টে থাকা এলিস পেরির হাতে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। মুর্শিদা সাজঘরে ফিরেছেন মাত্র ১ রানে। তিনে নেমে সুবিধা করতে পারেননি রিতু মনি। টাইলা ভø্যামিংকের অফ স্টাম্পের বাইরের ইয়র্কার লেংথের ডেলিভারিতে গালি দিয়ে খেলতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার।
প্রথম স্লিপে দাঁড়িয়ে বেথ মুনি দারুণ এক ক্যাচ লুফে নিলে ১০ রানে ফিরতে হয় রিতুকে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হয়েছেন স্বর্ণা আক্তারও। তিন বল খেলা স্বর্ণা রানের খাতাই খুলতে পারেননি। ১৯ রানে ৩ উইকেট হারিয়ে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৬ রান তোলে স্বাগতিকরা। উইকেটকিপার হিলির গ্লাভসে ক্যাচ দিয়েছেন ১২ রান করা ওপেনার দিলারা আক্তার।
বোল্ড হওয়া রাবেয়া খান ফিরেছেন ১ রানে। সাধারণত টপ অর্ডারে ব্যাটিং করলেও জ্যোতি এ দিন ব্যাটিংয়ে এসেছেন যখন ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ ধুঁকছে। ব্যর্থতার পাল্লা ভারী করেছেন ফাহিমা খাতুন, শরিফা খাতুনরা। শেষদিকে জ্যোতির ৩২ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নিয়েছেন ভø্যামিংক।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটিতে হিলি এবং মুনি করেন ৩৯ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে তাদের জুটি ভাঙেন শরিফা খাতুন। অজি অধিনায়ক অ্যাসলে হিলি ফিরেছেন ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলে। দলের রান এক শ’ হওয়ার আগে ৫ উইকেট হারালেও শেষ দিকে তাহলিয়া ম্যাকগ্রার অপরাজিত ৪৪ রানের সুবাধে ১৫৫ রান অস্ট্রেলিয়ার। তিনটি উইকেট নিয়েছেন স্পিনার নাহিদা আক্তার।
সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া : ১৫৫/৬ (২০ ওভার); (হিলি ৪৫, ম্যাকগার্থ ৪৩*; নাহিদা ৩/৩১, রাবেয়া ১/১৯)
বাংলাদেশ : ৭৮ (১৮.১ ওভার); (জ্যোতি ৩২, দিলারা ১২; ভø্যামিংক ৩/১২, ওয়ারহাম ১/২)
ফল : অস্ট্রেলিয়া ৭৭ রানে জয়ী


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল