০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

উন্নতির পথ খুঁজছেন লিপু

-

অধিনায়ক ও ক্রিকেট ম্যানেজারের ভূমিকায় সফল গাজী আশরাফ হোসেন লিপুর প্রধান নির্বাচক হিসেবে যাত্রাটা শুভ হয়নি। প্রধান নির্বাচকের চেয়ারে বসার পর বাংলাদেশ টেস্টে শ্রীলঙ্কার কাছে চরমভাবে পর্যদুস্ত হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল গাজী আশরাফ হোসেন লিপুর তৈরি করা। ওয়ানডে ও টি-২০ স্কোয়াড করেছিলেন মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশাররা। টি-২০ আর ওয়ানডে সিরিজে প্রায় সমানতালে লড়াই করে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। বাংলাদেশের যাচ্ছে তাই, শ্রীহীন ও অনুজ্জ্বল পারফরম্যান্স ভীষণভাবে চোখে পড়েছে। বিশেষ করে ব্যাটিং ছিল যাচ্ছে তাই। দুই টেস্টে যেখানে লঙ্কানরা চার সেঞ্চুরি হাঁকিয়েছেন, সেখানে বাংলাদেশের ব্যাটারদের অর্জন বলতে তিনটি ফিফটি। যার দু’টি করেছেন মুমিনুল (৮৭ ও ৫১) আর অন্যটি মেহেদি হাসান মিরাজ (৮১)।
জাতীয় দলের এমন টেস্ট পারফরম্যান্স দেখে চরম হতাশ লিপু। পেস বোলিং ডিপার্টমেন্ট ছাড়া আর কোনো বিভাগের পারফরম্যান্সে সন্তুষ্ট নন। কাউকে দোষারোপ না করে টেস্ট দলের বর্তমান অবস্থা, ভুল-ত্রুটি, ঘাটতি, সীমাবদ্ধতা খুঁজে বের করার দিকেই অধিক মনোযোগী লিপু। ‘পেসাররা মোটামুটি উৎরে গেছে। তবে ব্যাটিংটা ভালো হয়নি একদমই। ওপেনিংয়ে সমস্যা, মিডল অর্ডারে কেউ লম্বা ইনিংস খেলতে পারেননি। প্রথম সেশনেই ব্যাকফুটে চলে যাওয়া, সেখান থেকে ইনিংসটাকে নতুনভাবে সাজানোর কাজগুলো হয়নি। দলের তরুণরা ঘরোয়া ক্রিকেটে পারফরম করেই জাতীয় দলে জায়গা করে নিয়েছে।’
লিপুর মতে, ‘আমি টেস্টে যে অবস্থা দেখলাম, সেখান থেকে উত্তরণের জন্য দরকার সম্মিলিত প্রচেষ্টা। শুধু ক্রিকেটার, কোচিং স্টাফ আর টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা মিলে এ অবস্থার উন্নতি ঘটাতে পারবে না। এ জন্য দরকার একটা সমন্বিত কার্যক্রম। সামনে বেশ কিছু টেস্ট ম্যাচ আছে। কাজেই টেস্ট টিমের উন্নতির জন্য সবাই মিলে বসতে হবে। উন্নতির পথ খুঁজে বের করতে চাই।’
কাউকে বাধ্য করা যায় না : জালাল
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাজেভাবে হারের পর ফের আলোচনার কেন্দ্রে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট। চট্টগ্রাম টেস্ট শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টেস্ট ‘স্পেশালিস্ট’ ক্রিকেটারদের প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়মিত খেলার উপর জোর দেন। এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়দের প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতে বাধ্য করা যায় না। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের মানোন্নয়নে বিসিবি যথাযথ পদক্ষেপ নিচ্ছে।


আরো সংবাদ



premium cement