১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

-

বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনের কাছে অ্যাওয়েতে ০-৫ এবং হোমে ০-১ গোলে হার। এই দুই পরাজয়ের জেরই টানতে হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। ফলে এপ্রিলের ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে লাল-সবুজরা। ১৮৩ থেকে নেমে ১৮৪তে এসেছে। সাফ অঞ্চলে বাংলাদেশের পেছনে ভুটান (১৮৫), পাকিস্তান (১৯৫) ও শ্রীলঙ্কা (২০৫)। নেপাল ১৭৮, মালদ্বীপ ১৬১, ভারত ১২১ আছে উপরে। অবনমন হয়েছে ভারত (৪ ধাপ) ও নেপালের (৩ ধাপ) । শীর্ষে আর্জেন্টিনা, ফ্রান্স দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডকে চারে ঠেলে তিনে উঠেছে বেলজিয়াম। ব্রাজিল আছে ৫-এ।


আরো সংবাদ



premium cement