ম্যারাডোনাকে টপকালেন রোনালদো
- ক্রীড়া ডেস্ক
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
পরশু সৌদি প্রো লিগে রোনালদোর হ্যাটট্রিকে ছিল দু’টি ফ্রি-কিকের গোল। এই স্পট কিকে গোলের মাধ্যমে তিনি টপকে গেছেন দিয়েগো ম্যারাডোনার ফ্রি-কিকে করা ৬১ গোলকে। বর্তমানে ফ্রি-কিক থেকে রোনালদোর গোল ৬২টি। এখন তার সামনে ইংল্যান্ডের ডেভিড বেকহাম, আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের রোনালদিনহো, পেলে এবং জুনিনহো পেরনামবিকানো। এই স্পট কিকে বেকহামের গোল ৬৫টি। মেসিও করেছেন ৬৫টি গোল। রোনলাদিনহোর করা গোল ৬৬টি। পেলে করেছেন ৭০ গোল। তবে ৭৭ গোল দিয়ে সবার উপরে পেরনামবিকানো।
সৌদি প্রোলিগে একের পর এক গোল করে পূর্ণ করলেন হ্যাটট্রিক। সেই সাথে চিরচেনা উদযাপন। গত শনিবার হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই রেশ না কাটতেই আবারো হ্যাটট্রিক উপহার দিয়ে সতীর্থদের সাথে সেই একই উল্লাস। আবহার বিপক্ষে গত পরশু হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো দু’টি গোলে। আবহাকে তাদের মাঠেই ৮-০ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। অন্য গোলদাতারা হলেন আবদুল আজিজ আল-আলিওয়া দু’টি, সাদিও মানে, আবদুলমাজেদ আল-সুলায়হেম ও আবদুর রহমান ঘারিব।
রোনালদোর ক্যারিয়ারে এটি ৬৫তম হ্যাটট্রিক। যার মধ্যে ৩০ বছর বয়সের আগে করেছেন ৩০টি হ্যাটট্রিক। আর ৩০ পেরিয়ে যাওয়ার পর তার হ্যাটট্রিক ৩৫টি। আর সৌদি প্রোলিগে ২৯ গোল করে তালিকায় শীর্ষস্থান আরো সুসংহত করলেন রোনালদো। আর আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলে তার গোলসংখ্যা ৪২টি। লিগে নিজ গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন ১১ গোলে।
প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর ১১ মিনিটেই ফ্রি কিক পায় আল নাসর। ফ্রি কিক থেকে প্রথম বল জালে জড়ান রোনালদো। ২১ মিনিটের গোলটিও আসে ফ্রি কিকে। ম্যাচের ৪২ মিনিটে নান্দনিক এক গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন সিআর সেভেন। এত বড় জয়ের পরও পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আল নাসর। রোনালদোর দলের পয়েন্ট ২৬ ম্যাচে ৬২। শীর্ষে থাকা আল হিলালের ৭৪ পয়েন্ট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা