১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুই মাস এগিয়ে আনা হলো দলবদল

-

ক্রমেই এগিয়ে আনা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলের সময়সূচি। আগে যে দলবদল মানেই ছিল সেপ্টেম্বর-অক্টোবর মাসের ব্যস্ততা। এখন তা জুনে হবে। গতকাল বাফুফের পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির অনলাইন সভা শেষে সিদ্ধান্ত ১ জুন থেকে শুরু হবে ২০২৪-২০২৫ সিজনের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবলার রেজিস্ট্রেশন। উদ্দেশ্য আন্তর্জাতিক ট্রান্সফারউইান্ডোর সাথে মিল রাখা এবং এএফসির টুর্নামেন্টের সাথে সমন্বয় করা। এবারের দলবদল শুরু হয়েছিল ২০২৩-এর আগস্টে। শেষ হয়েছিল অক্টোবরে।
এ ছাড়া এবার বিপিএল ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৮ দল এবং বিসিএলের অনূর্ধ্ব-১৬ দল নিয়ে লিগ হবে। অনূর্ধ্ব-১৮-এর দলবদল চলতি মাসের তৃতীয় সপ্তাহে এবং অনূর্ধ্ব-১৬ দলের ফুটবলারদের রেজিস্ট্রেশন মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। সভায় এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ, বিপিএল এবং বিসিএলের জন্য ভিন্ন ভিন্ন ডিজাইনের ট্রফি ও মেডেল তৈরির সিদ্ধান্ত হয়।
চলমান ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনাল মুন্সীগঞ্জে, দ্বিতীয় সেমি গোপালগঞ্জে এবং ফাইনাল ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তা ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য। এর আগের সিদ্ধান্ত ছিল ফাইনাল হবে গোপালগঞ্জে। আর দুই সেমিফাইনালের ভেনু ছিল ময়মনসিংহ।


আরো সংবাদ



premium cement