১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আবাহনীকে হারিয়ে লিগ জমিয়ে দিলো মেরিনার্স

-

গ্রিন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের গ্রুপ পর্বে টানা ৯ ম্যাচ জিতে শেষ ম্যাচ হারলো শিরোপা প্রত্যাশী আবাহনী। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে যেখানে সুপার সিক্সে আনায়াসে টিকে থাকার জাল বুনছিল সেখানে গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেরিনার্সের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ। প্রথম পরাজয়ের স্বাদ পেলো আবাহনী, কাজে এলো না বিদেশী কোচ, বিদেশী প্লেয়ার, কোটি কোটি টাকার দল। তাতে সুপার সিক্সের কাছাকাছিই রইল শীর্ষ চারটি দল আবাহনী, মোহামেডান, মেরিনার্স ও ঊষা। আবাহনীর হারে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন মোহামেডান। রানার্স আপ আবাহনী, তৃতীয় ঊষা, চতুর্থ মেরিনার্স, পঞ্চম পুলিশ ও ষষ্ঠ অ্যাজাক্স।
১০ ম্যাচ শেষে ৮ জয়, ১ ড্র ও ১ হারে আবাহনীর সংগ্রহ ২৫ পয়েন্ট। টেবিলের দুই নম্বরে অবস্থান দলটির। সমান সংখ্যক ম্যাচে ৭ জয় ২ হার ও ১ ড্রয়ে মেরিনার্সের সংগ্রহ ২২ পয়েন্ট। টেবিলের চার নম্বরে অবস্থান দলটির। ১০ খেলায় ৮ জয় এবং ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান। ১০ খেলায় ৮ জয় ১ ড্র এবং ১ হারে ঊষার সংগ্রহ আবাহনীর সমান ২৫ পয়েন্ট। তবে গোল গড়ে আবাহনীর চেয়ে পিছিয়ে থাকায় ৩ নম্বরে অবস্থান ঊষার। সুপার সিক্স-এর বাকি দুই দল বাংলাদেশ পুলিশ এসসি (১৭ পয়েন্ট) এবং অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব (১৪ পয়েন্ট)।
হারের কারণ হিসেবে আবাহনীর সহকারী কোচ হেদায়েতুল ইসলাম রাজিব বলেন, ‘কয়েকটি কারণেই আমরা প্রথম হারের স্বাদ পেলাম। প্রথমত গরমের তীব্রতা, দ্বিতীয়ত মিসপাস, তৃতীয়ত গোলের সুযোগ নষ্ট হওয়া এবং চতুর্থত দিনটি আমাদের ছিল না।’ জয়ী দল মেরিনার্সের কোচ মামুন উর রশিদ জানান, ‘অন্যান্য দিনের তুলনায় আজ (গতকাল) আমরা সহজাত খেলাটা খেলেছি। আমরা সাধারণত লং পাসে খেলি না। আবাহনীর বিপক্ষে ছোট ছোট পাসই আমাদেরকে এগিয়ে দিয়েছে। সুপার সিক্সের জন্য আমরা প্রস্তুত।’
দিনের প্রথম ম্যাচে ভিক্টোরিয়াকে ৭-২ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে মোহামেডান। দ্বীন ইসলামের হ্যাটট্রিক ছাড়াও গোল করেন শিশির, শিমুল, আমিরুল এবং মালয়েশিয়ান ফিতরি। বাংলাদেশ স্পোর্টিংয়ের গোলদাতা সজিব ইসলাম ও ভারতের চিরঞ্জিত সিং।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল