০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কোনো অজুহাত নয় : মুমিনুল

-

বাংলাদেশের টেস্টে এটিই যেন হয়ে পড়েছে নিয়তি। প্রায় প্রতি ম্যাচেই সঙ্গী হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। সবশেষ পাঁচ ইনিংসেই দুই শ’ ছাড়িয়ে যেতে পারেনি বাংলাদেশের রান। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এখন অবধি ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছে বাংলাদেশ। তবুও তাদের সামনে অপেক্ষায় বড় হার। এ ম্যাচের প্রথম ইনিংসে স্রেফ ১৭৮ রানে অলআউট হয়ে গিয়েছিল স্বাগতিকরা। দলটির এমন ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।
চট্টগ্রামে চতুর্থ দিনশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই সিরিজ ধরেন আমরা ব্যাটিং ওয়াইজ পুরো কলাপ্স করছি। এটার কোনো অজুহাত নেই। দিতেও পারব না। আসলে আমরা ব্যাটিংয়ে খুব বাজে করছি অ্যাজ এ টিম ওয়াইজ।’
তিনি যোগ করেন, ‘আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করা দরকার যেহেতু নিউজিল্যান্ড সিরিজে প্রথম টেস্ট আমরা করতে পেরেছি বা করে দেখিয়েছি আমার মনে হয় যে, ওই হিসেবে চিন্তা করলে পুরো সিরিজ হিসেবে আমরা কোনো সময়ই যেখানে ক্লিক করা দরকার, যেখানে যা করা দরকার কোনোভাবে আমরা ওটা পারিনি।’
সিলেটে প্রথম টেস্টে ৮৭ রান করেছিলেন মুমিনুল হক, সেটিই ছিল পুরো ম্যাচে দলের কোনো ব্যাটারের একমাত্র হাফ সেঞ্চুরি। এ ম্যাচেও প্রথম ইনিংসে ৩৩ রান করেছিলেন, খেলেছিলেন ৮৪ বল। দ্বিতীয় ইনিংসে ৫০ রান করেছেন ৫৬ বলে। এই ইনিংসে কি একটু আক্রমণাত্মক খেলেছেন? তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না যে আক্রমণাত্মক কেননা সেকেন্ড ইনিংসে উইকেটটা ভালো ছিল। আর আমি চেয়েছিলাম যে, শুধু আক্রমণাত্মক নয়, স্বাভাবিক ক্রিকেটটাই খেলার। যদি শুধু ব্লক ব্লক খেলি তাহলে বোলার একটা জায়গা স্পেস তৈরি করে নেয়।’
‘আপনি যদি পেস বলে খেলা দেখেন পেস বলে আমি কোনো রাশ শট যেগুলো বলে সেগুলো একটাও খেলিনি। স্পিনে যেসব জায়গায় আমার জোন সেসব জায়গায় ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছি। ফার্স্ট ইনিংসে অনেক সময় নিয়ে খেলেছি।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয় আপনি যখন বলবেন তখন আপনার ওই বলাটার একটা ওয়ে থাকতে হবে। ওয়ে মানে আপনার এমন একটা শুনতেও ওই রকম লাগবে। আমি যদি রাইট আর্ম স্পিনারকে এগিয়ে মারতাম তাহলে মনে হতো যে আক্রমণাত্মক। আমি যেটা নিয়েছি, ক্যালকুলেটিভ রিস্ক।’


আরো সংবাদ



premium cement
হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে তিন জেলা জজকে বদলি ‘প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে’ খাল ভরাট না করেই পূর্বাচলে হবে পাতাল মেট্রোরেলের কন্সট্রাকশন ইয়ার্ড ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি সায়েম ও সম্পাদক এনামুল ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু

সকল