ঢাকা ডার্বিতে আবাহনী হারাল মোহামেডানকে
- ক্রীড়া প্রতিবেদক
- ০৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
একপেশে লড়াইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিনটির কোনটিতেই আবাহনীর কাছে পাত্তা পায়নি মোহামেডান। টানা ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী। অন্য দিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান।
ফতুল্লা খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে আগে মোহামেডানকে বোলিংয়ে পাঠায় আবাহনী। তারকা সমৃদ্ধ আবাহনীর বোলিংয়ের কাছে কোনো সুযোগই পায়নি মতিঝিলপাড়ার ক্লাবটি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের পুঁজি দাঁড় করায় তারা। বাকি ব্যাটারদের ব্যর্থতার মিছিলে রানের দেখা পান কেবল মাহমুদুল্লাহ রিয়াদ। ৮৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে। আবাহনীর হয়ে তানজিম হাসান তিনটি, তাসকিন দুটি, সাইফউদ্দিন, তানভীর ইসলাম, রাকিবুল হাসান ও মোসাদ্দেক পান একটি করে উইকেট।
রান তাড়ায় ১৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে আবাহনী। যদিও দলীয় ১৬ রানে ওপেনার এনামুল হক বিজয়কে (১২) হারায় তারা। তবে দ্বিতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন নাইম শেখ ও জাকের আলী। নাঈম অবশ্য ৬৩ রানে ফিরে যান। কিন্তু দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন জাকের। ৯০ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৮ রান করেন তিনি। এ ছাড়া আফিফ হোসেন অপরাজিত থাকেন ৩৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর :
মোহামেডান স্পোর্টিং ক্লাব : ৫০ ওভারে ১৯০/৯ (আরিফুল ১৯, মাহমুদুল্লাহ ৫৪, আরিফুল হক ৩৩, আবু হায়দার ২২, তাসকিন ২/৫৮, তানজিম ৩/৩১)।
আবাহনী লিমিটেড : ৩৫ ওভারে ১৯৫/২ (নাঈম শেখ ৬৩, জাকের ৭৮*, আফিফ ৩৯*; আবু হায়দার ২/২৫, নাসুম ১/৪৭)।
ফল : আবাহনী ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ : জাকের আলি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা