১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন বলটা হুমকি : হেম্প

উইকেট নেয়ার পর সাকিব আল হাসানকে অভিনন্দন জানাচ্ছেন শাহাদাত হোসেন দিপু। তিন উইকেট নেন সাকিব : ক্রিকইনফো -

প্রতিপক্ষ দলের কোনো ব্যাটারই করতে পারেননি সেঞ্চুরি। তবুও তাদের রান গেছে ৫০০ ছাড়িয়ে। এর পেছনে অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ ছাড়ার দায়ই বেশি। বিশাল রান তাড়ায় খেলতে নেমে প্রথম ইনিংসে উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ওপেনার জাকির হাসানের সাথে নামা তাইজুল ইসলাম নামবেন আজ তৃতীয় দিনের শুরুতে। এখনো বাংলাদেশ প্রথম ইনিংসে পিছিয়ে আছে ৪৭৬ রানে। এ অবস্থায় এ ম্যাচের ভবিষ্যৎ কী দেখছে বাংলাদেশ? দ্বিতীয় দিনশেষে এমন প্রশ্ন ছিল ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছে। সাদাসিদে জবাব তার, ‘আমরা এখনো জয়ের ব্যাপারে ভাবছি না। যেহেতু আমরা এখনো ৪৮০ রান পিছিয়ে আছি। মূল ব্যাপার হবে কালকে (আজ) কিভাবে আমরা সামলাচ্ছি। যদি সেটা ভালোভাবে করতে পারি, এরপর দেখতে হবে এর পরদিন (চতুর্থ দিন) কিভাবে সামলাই। এখনি জয়ের কথা বলা ঔদ্ধত্য প্রদর্শন।’
তিনি যোগ করেন, ‘যদি আমরা চতুর্থ দিনেও সেটা করতে পারি, ব্যাটিংয়ের দিক থেকে, আপনি জানেন না কী হবে। প্রথম ইনিংস শুরুতে, আমাদের নিশ্চিত করতে হবে কাল (আজ) ৩টা সেশনে ভালো ব্যাট করছি।’
শেষ বিকেলে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুরুটা ভালো করলেও এখন ৫৫ রানে এক উইকেট নেই স্বাগতিকদের। লাহিরু কুমারার ইনসুইং বলে বোল্ড হয়ে গেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের ব্যাটারদের নিয়মিতই নতুন বলে এমন আউট হতে দেখা যায়।
এ নিয়ে হেম্প বলেন, ‘নতুন বলটা হুমকি। খেলোয়াড়রা নতুন বলে অনেক অনুশীলন করে নেটে। এটা আসলে চলমান প্রস্তুতি। আপনি ঠিকঠাক জাজ করতে পারছেন কি না বলটা ? আপনি কি রান করার সুযোগটা কাজে লাগাতে পারছেন? পা সামনে এগোচ্ছে নাকি পেছনে যাচ্ছে? আপনি মাঠে নিজেকে ঠিকঠাক থাকতে পারছেন কি না ? সবকিছুই আসলে তাদের পারফরম্যান্সের প্রতিচ্ছবি। এরপর তারা চাইবে তাদের খেলাটাকে এগিয়ে নিতে। ’
ডেভিড হেম্প যোগ করেন, ‘তারা ভালো খেলোয়াড়। আসল ব্যাপার হচ্ছে, তাদের অ্যাপ্লিকেশন ও সিদ্ধান্ত নেয়া। কোন বলটা আক্রমণ করবেন, কোনটা ঠেকিয়ে দেবেন- ডিফেন্ড করা বা ছেড়ে দেয়া। দুনিয়ার ভালো দলগুলোর অনেক খেলোয়াড় থাকে যারা ভালো সিদ্ধান্ত নেয়। এজন্য আপনি এটা থেকে দূরে যেতে পারবেন না। আপনার বোলারকে চাপে রাখার চেষ্টা করতে হবে।’


আরো সংবাদ



premium cement