১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাবিনাদের নিয়ে নাসরিনের ট্রফির স্বপ্ন

দলবদলের পর সাবিনা-সানজিদা-রূপনাদের নিয়ে ফটোসেশনে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি : বাফুফে -

এবারের মহিলা ফুটবল লিগে দল গড়েনি বসুন্ধরা কিংস। তবে আসন্ন লিগের স্পন্সর এবিজি বসুন্ধরা। মহিলা লিগের হ্যাটট্রিক শিরোপা জয়ীরা দল না গড়ায় অনিশ্চিত হয়ে গিয়েছিল জাতীয় দলের তারকা সাবিনা খাতুন, সানজিদা আক্তার, রুপনা চাকমাদের লিগে খেলা। শেষ পর্যন্ত এই খেলোয়াড়দের অংশ নেয়া হচ্ছে লিগে। গত লিগের পঞ্চম হওয়া দল নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি রেজিস্ট্রেশন করিয়েছে বসুন্ধরা কিংসের গতবারের খেলোয়াড়দের। ফলে দুই সিজন আগে মহিলা লিগে রানার্সআপ হওয়া দলটি সাবিনাদের নিয়ে এখন শিরোপা জয়েরই স্বপ্ন দেখছে। এই মিশনে অবশ্য তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে গত দুই লিগের রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টিং ক্লাব। গতকাল দল বদলের শেষ দিনে এই চমক দেখায় নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। লিগে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব লিমিটেডের। শেষ পর্যন্ত তারা খেলছে বলে বাফুফে সূত্রে জানা গেছে।
২০১৩ সাল থেকেই মহিলা ফুটবল লিগে অংশ নিয়ে আসছে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমী। প্রথম দুই লিগে তাদের অবস্থান ছিল ৫-৬-এর মধ্যে। এরপর ২০১৯-২০ এর লিগে রানার্সআপ। ২০২১-২২ এর লিগে ষষ্ঠ এবং গত বছর তারা পঞ্চম হয়। এবার সাবিনাদের নিয়ে দলটির শিরোপার স্বপ্ন দেখছে। দলে তিন গোলরক্ষক রুপনা চাকমা, তাসিলমা আক্তার ও সাগরিকা। ডিফেন্সে শিউলী আজিম, বড় শামসুন্নাহার, মাছুরা পারভীন, আনাই মুগিনি, নিলফুার ইয়াসমিন নীলা, নাসরিন আক্তারের সাথে আছেন কুরশিয়া জান্নাত ও ইসরাত জাহান ঈষিতা। মিডফিল্ডে মনিকা চাকমা, মারিয়া মাণ্ডা, সানজিদা আক্তার, রিতু পর্না চাকমার সাথে খেলবেন সুমি রানী, আইরিন খাতুন, সুমি খাতুন ও ধানারিকা। আক্রমণ ভাগে বাংলাদেশ অধিনায়ক সাবিনার সঙ্গী কৃষ্ণা রানী, ছোট শামসুন্নাহার, মারজিয়া ও সুমাইয়া মাতসুসিমা। জানা গেছে এদের পারিশ্রমিক পাঁচ লাখেরও কম।
ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি নাসরিন আক্তার বেবী জানান, ‘আমরা ভালো দল গড়েছি। লক্ষ্য ভালো রেজাল্ট করা। তবে চ্যাম্পিয়ন হতে চাই এমনটা বললে তা অতি আত্মবিশ্বাসী হয়ে যাবে। শক্তিশালী আরো দলও আছে প্রতিপক্ষ হিসেবে। এ গুলো হলো- আতাউর রহমান কলেজ, আর্মি স্পোর্টস ক্লাব। ফলে চ্যাম্পিয়ন হওয়াটা হবে চ্যালেঞ্জিং।’ তার দেয়া তথ্য, দলের কোচ শাহাদাত হোসেন ও মনির।
লাল-সবুজ জার্সিতে ৫০ গোল করা তহুরা খাতুনকে নিতে চেয়েছিল নাসরিন স্পোর্টস। শেষ পর্যন্ত গত দুইবারের রানার্সআপ আতাউর রহমান কলেজ দলে গেছেন তহুরা। এ ছাড়া জাতীয় দলের স্বপ্না রানী, গত লিগের সর্বোচ্চ গোলদাতা আকলিমা খাতুন, অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আফেইদা খন্দকার প্রান্তি, শাহেদা আক্তার রিপা, সোহাগী কিসকুরা আছেন এই দলে।
তিন বছর ধরে লিগে খেলছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। বুড়িগঙ্গা পাড়ের ক্লাবটি জাতীয় দলের গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি, সাফ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৬ দলের সুমি, অনন্য মুরমু বীথি, ফাইনালে ভারতের বিপক্ষে গোল করা মরিয়ম বিনতে হান্না, আলমিনা, সাথী, রেশমী, অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের মেরি আইরিস ত্রিপরা, বন্যা খাতুন নিবরন খাতুন ও লিমাকে দলে নিয়েছে। এই দল নিয়ে তারা সেরা চারে থাকতে চায় জানান ফরাশগঞ্জের টিম লিডান মানস বোস বাবু রাম। দলের কোচ খোকন দাস। অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ জাতীয় দলের রেহানাকে নিয়েছে ঢাকা রেঞ্জার্স। তিনিই দলের অধিনায়ক।


আরো সংবাদ



premium cement