০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

এবারো শুরুটা ১০ উইকেটের হার দিয়ে

-

ওয়ানডের মতোই সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হার দিয়ে টি-২০ মিশন শুরু করেছে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানার লড়াকু হাফ-সেঞ্চুরির পরও লজ্জার হার মানতে হলো বাংলাদেশ নারী দলের। গতকাল মিরপুর শেরেবাংলায় সিরিজের প্রথম ম্যাচে অজিদের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই নিয়ে দ্বিতীয়বার নিজেদের টি-২০ ইতিহাসে ১০ উইকেটে হারল টাইগ্রেসরা। এর আগে গত বছর নারী টি-২০ বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আগামীকাল ২ এপ্রিল মিরপুরেই দ্বিতীয় টি-২০ খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
গতকাল টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরেন দিলারা আকতার। পরের ওভারে খালি হাতে সাজঘরে ফিরেন ৮ বল খেলা সোবহানা মোস্তারি। ২ রানে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশকে লড়াইয়ে ফেরার পথ দেখান ওপেনার মুরশিদা খাতুন ও নিগার সুলতানা। তৃতীয় উইকেটে ৫৭ বলে ৫৭ রান যোগ করেন তারা।
২৭ বলে ২০ রানে সোবহানা আউট হলে, চতুর্থ উইকেটে ফাহিমা খাতুনকে নিয়ে আবারো হাফ- সেঞ্চুরির জুটি গড়ে দলের রান এক শ’ পার করেন নিগার। এর আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই এক শ’ রান করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৯৭ রান ছিল দ্বিতীয় ওয়ানডেতে। শেষ ওভারে আউট হন ২১ বলে দু’টি চার ও একটি ছক্কায় ২৭ রান করা ফাহিমা। তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে ২০ ওভারে ৪ উইকেটে ১২৬ রানের সম্মানজনক সংগ্রহ এনে দেন নিগার। ৮৮ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি করেন অধিনায়ক। ৭টি চারে ৬৪ বলে অপরাজিত ৬৩ রান করেন। অস্ট্রেলিয়ার সোফি মলিনিউ ২ উইকেট নেন।
১২৭ রানের টার্গেটে ৭ ওভার বাকি রেখেই স্পর্শ করে ফেলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অধিনায়ক অ্যালিসা হিলি ও বেথ মুনি। ৯টি চার ও একটি ছক্কায় হিলি ৪২ বলে অপরাজিত ৬৫ এবং ৯টি বাউন্ডারিতে ৩৬ বলে অনবদ্য ৫৫ রান করেন মুনি। ম্যাচ সেরা হিলি।


আরো সংবাদ



premium cement