১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অবশেষে জিএম নর্ম ফাহাদের

-

আগের রাউন্ডের ম্যাচগুলোতে নামীদামি গ্র্যান্ডমাস্টারদের হারানো। এরপর কাবু করা আন্তর্জাতিক মাস্টারদের। কিন্তু পরে ফিদে মাস্টারের কাছে হেরে স্বপ্ন ধূলিসাৎ করা। গত কয়েক বছরে এমন হতাশার গল্প বেশ কয়েকবারই লিখেছেন ফাহাদ রহমান। গত পরশু যখন এই বাংলাদেশী আন্তর্জাতিক মাস্টার ভিয়েনমানের গ্র্যান্ডমাস্টার এবং ভারতের আন্তর্জাতিক মাস্টারকে হারান তখন তার সামনে ছিল প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার সুবর্ণ সুযোগ। এ জন্য গতকাল ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। এমন ফিদে মাস্টারের বিপক্ষে আগে ক’দিন আগেই এই ভিয়েতনামের আসরে শেষ ম্যাচে জিততে পারেননি ফাহাদ। কাল অবশ্য আর পুরনো পথে হাঁটেননি তিনি। এবার ঠিকই জয় পেলেন ফিদে মাস্টারের বিপক্ষে। ফলে দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে এক হার্ডল পেরুলেন তিনি। মিললো প্রথম জিএম নর্ম। গ্র্যান্ডমাস্টার হতে তার আরো দুই নর্ম লাগবে ফাহাদের।
ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ডমাস্টার দাবা-৩ এ ফাহাদ ৯ খেলায় ৭ পয়েন্ট অর্জন করেন। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ, জিয়া, রিফাত, রাজীব, রাকিবদের পথে হাঁটতে ফাহাদকে আরো ১৮ খেলায় ২টি নর্ম পেতে হবে। তবে বহুপ্রতীক্ষিত প্রথম জিএম নর্মপ্রাপ্তির দিনে চ্যাম্পিয়ন হতে পারেননি ফাহাদ। ফিলিপাইনের আইএম কুইজন ড্যানিয়েলের সাথে পয়েন্ট সমান ৭ হয়। এরপর ফাহাদ টাইব্রেকিংয়ে হয়েছেন রানার্সআপ। তবে রেটিং বৃদ্ধি করেছেন ২০।
২০১৯ সালে এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মাস্টার হন ফাহাদ। এরপর থেকে চেষ্টা চলছিল গ্র্যান্ডমাস্টার নর্ম প্রাপ্তির। কিন্তু বারবরাই অল্পের জন্য সুযোগ হাতছাড়া। এই নর্মের জন্য এশিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এমনকি ইউরোপ পর্যন্ত গেছেন ম্যাচ খেলতে। গত বছর তো পাঁচবার সুযোগ হারান জিএম নর্ম পাওয়ার। ভিয়েতনামের টুর্নামেন্টে শেষ ম্যাচে জিতলে নর্ম। ড্র করলে শিরোপা। প্রতিপক্ষের ড্রয়ের প্রস্তাব ফিরিয়ে নর্মের জন্য খেলতে গিয়ে হেরেই বসেন। এতে সবই যায়। অবশেষে পাঁচ বছর পর মিলল প্রথম নর্ম।
এখন ২০ বছরের এই দাবাড়–র লক্ষ্য এ বছরের মধ্যেই অন্য দুই জিএম নর্ম পাওয়া।
এবার ভিয়েতনাম সফরে দু’টি টুর্নামেন্ট খেলেছেন ফাহাদ। প্রথম টিতে অষ্টম হয়ে রেটিং কমিয়েছেন ১৫। পরের আসরে ২০ বৃদ্ধি করেছেন রেটিং। এখন গ্র্যান্ডমাস্টার হতে হলে তার রেটিং হতে হবে ২৫০০। বর্তমানে তার রেটিং ২৪৩১।


আরো সংবাদ



premium cement
মুক্তিযোদ্ধা সমাবেশ যোগ দিবেন খালেদা জিয়া শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সকল