১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফুলেল ভালোবাসায় সিক্ত ইয়ারজান

ইয়ারজানকে ফুল দিচ্ছেন ইউএনও জাকির হোসেন : নয়া দিগন্ত -

নিজ জেলায় ফিরে ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলার ইয়ারজান বেগম। গতকাল সকালে বাসে পঞ্চগড়ে পৌঁছান ইয়ারজন ও তার কোচ টুকু রেহমান। দুপুরে টুকু ফুটবল অ্যাকাডেমির আয়োজনে তাকে নিয়ে একটি খোলা পিকআপে করে পঞ্চগড় শহরজুড়ে আনন্দ মিছিল করা হয়। এরপর সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি গ্রামে নিজ বাড়িতে ফেরেন তিনি। এ সময় স্থানীয়রা ফুল ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী অনূর্ধ্ব-১৬ কাপ জেতার পরে দীর্ঘ তিন মাস পরে বাসায় ফিরলেন ইয়ারজান। সন্তানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা রেনু বেগমসহ পরিবারের সদস্যরা। নিজ এলাকায় ফিরে স্থানীয়সহ স্বজনদের এমন ভালোবাসায় মুগ্ধ ইয়ারজান।
ইয়ারজান বেগম বলেন, সাফ খেলার পরে প্রথম বাসায় আসলাম। আমার খুব ভালো লাগছে। আমি কখনোই কল্পনাই করিনি আমার বাসায় এত লোক আসবে। আমি সবার কাছে দোয়া কামনা করি।
ইয়ারজানের মা রেনু বেগম বলেন, দীর্ঘ দিন পরে মেয়েকে কাছে পেলাম আজ। ইয়ারজানের বাবা আবদুর রাজ্জাক বলেন, কারো সন্তান যদি দীর্ঘ দিন বাইরে থাকে তার যে কি বেদনা যার সন্তান আছে সেই বোঝে।
ইয়ারজানের কোচ ও টুকু অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক টুকু রেহমান বলেন, দেশকে ট্রফি দেয়ায় তাকে ধন্যবাদ। জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, আমরা ইয়ারজানসহ সাফজয়ী অনূর্ধ্ব-১৬ এর চার নারী ফুটবলারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করব।


আরো সংবাদ



premium cement