০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

৮টি ওয়াইল্ড কার্ড চাইবে বাংলাদেশ

-

২৬ জুলাইয়ে শুরু প্যারিস অলিম্পিক গেমস। চলবে ১১ আগস্ট পর্যন্ত। এর পরপরই ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানীতে বসবে প্যারা অলিম্পিক গেমস। বাংলাদেশ আগেও ওয়াইল্ড কার্ড পেয়ে প্যারা অলিম্পিকে অংশ নিয়েছিল। তা ২০০৪ এথেন্স এবং ২০০৮-এর বেইজিং অলিম্পিকে। মাঝে ২০১২ লন্ডন, ২০১৬ রিও ডি জানেইরো এবং ২০২০ (২০২১) টোকিও অলিম্পিকে বাংলাদেশের কোনো প্যারা ক্রীড়াবিদ অংশ নিতে পারেনি। এবার প্যারিস প্যারা অলিম্পিকে ইতোমধ্যে কোয়ালিফাই করেছেন আরচার ঝুমা আক্তার। এতে বাংলাদেশের প্যারা ক্রীড়াবিদদের মুখ উজ্জ্বল হয়েছে। অন্য দিকে বাংলাদেশ প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনও এবার আটটি ওয়াইল্ড কার্ডের জন্য আবেদন করতে যাচ্ছে। ব্যাডমিন্টনে চারজন, সাঁতারে দুইজন এবং অ্যাথলেটিক্সে দুইজনের ওয়াইল্ড কার্ডের জন্য আবেদন করা হচ্ছে। জানান, প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: মাকসুদুর রহমান। প্যারা ব্যাডমিন্টন দলের কোচ এনায়েত উল্লাহ খান জানালেন, ইয়ামিন হোসেন, আলী ইমাম, জয়তু ধর, শাহরিয়াররা ভালো করছে প্যারা ব্যাডমিন্টনে। ইয়ামিন গত বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসরে ব্রোঞ্জ অর্জন করা খেলোয়াড়। তার এককে র‌্যাংকিং ৩৪। ডাবলসে ২৮। জয়তু ধর গত নভেম্বের জাপানে গিয়ে ব্রোঞ্জ জয় করেন। তার একক র‌্যাংকিং ৪৩। ডাবলসে তিনি ৬৪তে অবস্থান করছেন। আলী ইমাম এককে ৪২ এবং ডাবলসে ৬২ র‌্যাংকিংধারী। শাহরিয়ার গত বছর প্যারা এশিয়ান গেমসে চীনের প্রতিযোগীকে হারান। তার র‌্যাংকিং ৮৫।
মাকসুদের দেয়া তথ্য, ‘৫০ ও ১০০ মিটার ফ্রি স্টাইলের সাঁতারু পল্লব কর্মকার ও মোহাম্মদ সোহেল। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ছেলে পল্লব খুবই ভালো করছেন। তাকে ঘিরে আশাও দেখা হচ্ছে। আর ১০০ ও ৪০০ মিটারে দৌড়ান ইমতিয়াজ আহমেদ ও আবু সাঈদ।’ যদিও এদের অতীতে আন্তর্জাতিক আসরে না খেলাটা একটা সমস্যা। উল্লেখ্য ৪ এপ্রিলের মধ্যে ওয়াইল্ড কার্ডের জন্য আবেদন করতে হবে।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল