পাকিস্তানের কোচ হওয়ার গুঞ্জন গিলেস্পির
- ক্রীড়া ডেস্ক
- ২৯ মার্চ ২০২৪, ০০:০৫
অস্ট্রেলিয়ার রাজ্যদল সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পি। গুঞ্জন আছে, পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। অ্যাডিলেডের কোচের পদ থেকে আগামী জুনে সরে দাঁড়াবেন গিলেস্পি।
২০২০-২১ মৌসুম সামনে রেখে পূর্ণ মেয়াদে সাউথ অস্ট্রেলিয়ার কোচ হন গিলেস্পি। অ্যাডিলেড স্ট্রাইকার্সের দায়িত্বে অবশ্য ছিলেন ২০১৫-১৬ মৌসুম থেকেই। ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত চুক্তি থাকলেও গিলেস্পি আগেভাগেই সরে গেলেন।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন, গিলেস্পি পাকিস্তান দলের কোচ হিসেবে যোগ দিতে পারেন। যদিও সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। গিলেস্পি সম্ভবত চলতি বছরের জুনের শেষ পর্যন্ত দলটির দায়িত্ব পালন করে যাবেন। এ দিকে পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব নেয়ার সম্ভাবনা আছে গিলেস্পির।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা