আবাহনীর আটে আট অ্যাজাক্সও সেরা ছয়ে
- ক্রীড়া প্রতিবেদক
- ২৯ মার্চ ২০২৪, ০০:০৫
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে টানা আট জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনীর তারকা ডিফেন্ডার আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে ৬-২ গোলে হারায় বাংলাদেশ স্পোটিং ক্লাবকে। আশরাফুল ছাড়া ওবায়দুল হোসেন জয়, পুষ্কর খীসা মিমো এবং মোহাম্মদ আব্দুল্লাহ একটি করে গোল করেন। বাংলাদেশ এসসির ভারতীয় রিক্রট গুরপীত সিং জোড়া গোল করেন। ৮ খেলায় ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আবাহনী। সমান সংখ্যক ম্যাচে বাংলাদেশ এসসি ২ জয়, ২ ড্র এবং ৪ হারে সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট।
দিনের প্রথম খেলায় অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ভারতীয় সিলহেইবার হ্যাটিট্রিকে ৭-৩ গোলে হারায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। তানজিম ভারতীয় হারশুকপ্রিত সিং জোড়া গোল করেন। ভিক্টোরিয়ার গোলদাতা সৈয়দ ইকবাল নাদির প্রিন্স, দুই ভারতীয় অক্ষর দুবে ও ইরশাদ মির্জা একটি করে গোল করেন।
এ জয়ে সুপার সিক্সের পথে অনেকটাই এগিয়ে গেল অ্যাজাক্স। ৯ ম্যাচে দলটির সংগ্রহ ১১ পয়েন্ট। অন্যদিকে ৮ ম্যাচে ভিক্টোরিয়ার মাত্র ৩ পয়েন্ট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা