ঘুরে কি দাঁড়াতে পারবেন জামালরা
- ক্রীড়া প্রতিবেদক
- ২৬ মার্চ ২০২৪, ০০:০৫
প্রথম ম্যাচে বাজে হারের পর ফিরতি ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো। এই শতাব্দীতে বাংলাদেশের ফুটবলে এমন ঘটনা দুইবার। ২০০৭ সালে বেইজিং অলিম্পিক গেমসের বাছাই পর্বে হোম ম্যাচে হংকংয়ের কাছে ১-৩ গোলে হার আবু ইউসুফ বাহিনীর। তবে ফিরতি পর্বে জাহিদ হাসান এমিলির গোলে ১-০ হংকং জয়। অনূর্ধ্ব-২৩ দলের গণ্ডী পেরিয়ে বাংলাদেশ সিনিয়র জাতীয় দলে এই সাফল্য ২০১১ সালে। ২০১৪ বিশ্বকাপ বাছাই প্লে-অফে লেবানন গিয়ে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর ঢাকায় এমিলি ও মিঠুন চৌধুরীর গোলে ২-০ গোলের স্মরণীয় জয় নিকোলা ইলিয়েভেস্কির দলের। এই দুই সুখ স্মৃতি কি আজ ফিরে আসবে বসুন্ধরা কিংস এনিরায়। আজ বিকেল সাড়ে ৩টার ম্যাচে জামাল ভূঁইয়ারা যদি হারিয়ে দিতে পারেন ফিলিস্তিনকে তাহলে হবে দু’টি অর্জন। বিশ্বকাপ বাছাই পর্বে প্রায় ২৪ বছর পর জয়। সে সাথে কিংস এরিনায় লাল-সবজুদের অপরাজিত থাকার রেকর্ড। আসলে সেটা কি করে দেখাতে পারবে হাভিয়ার কাবরেরা বাহিনী।
ফিলিস্তিন ২১ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৫-০ গোলে হারায় বাংলাদেশকে। আজো যে ফিলিস্তিনি ঝড় বয়ে যাবে তে অনুমেয়। যদিও কাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের তিউনিসিয়ান কোচ মাকরাম দাবোউব জানান, আমরা বাংলাদেশ দলকে সম্মান করি। তারা নিজস্ব দর্শকদের উপস্থিতিতে হোম ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে তারা ভালোই লড়েছিল। পাঁচ গোলে জয়ের ঘটনা এখন অতীত। নতুন একটি ম্যাচ খেলতে যাচ্ছি। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’
গত ম্যাচে বাংলাদেশ দল হেরেছে মূলত ডিফেন্সের ভুলে। তবে আজ আর হারতে চায় না তারা। অধিনায়ক জামাল জানান, আমরা এই ম্যাচে তিন পয়েন্ট পেলে ভালো। তা ছাড়া এই মাঠে না হারার যে রেকর্ড আছে তা ধরে রাখতে চাই। সে সাথে স্বাধীনতা দিবসের দিনে দেশবাসীকে ভালো একটা উপহার দিতে চাই।’ কোচ হাভিয়ার কারবেরা বলেন, ‘প্রথম ম্যাচের চেয়ে আরো ভালো খেলতে চাই এই ম্যাচে। চাই পয়েন্ট।’
আমরা যে লেভেলে আছি তা ফের প্রমাণ করতে চাই। পয়েন্ট চাই এই ম্যাচে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা