যাত্রাবাড়ী ঝটিকার লক্ষ্য বিসিএল
- ক্রীড়া প্রতিবেদক
- ১৩ ডিসেম্বর ২০২৩, ০০:০৫
আরো আগেই বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের শিরোপা নিশ্চিত হয়েছিল যাত্রাবাড়ী ঝটিকা সংসদের। বাকি ছিল অপরাজিত থেকে শিরোপা হাতে নেয়া। গতকাল দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাথে গোলশূন্য ড্র করে সেই সে টার্গেট পূরণ তাদের। এই চ্যাম্পিয়নশিপের উৎসবের প্রস্তুতি আগেই নিয়ে রাখে যাত্রাবাড়ীর ক্লাবটি। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের গ্যালারিতে ব্যান্ডপার্টি আর ক্লাবের জার্সির রঙের ক্যাপ পরা সমর্থকদের নিয়ে হাজির তারা। এরপর রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই আনন্দে মেতে ওঠেন দলের কোচ-খেলোয়াড় এবং সমর্থক ও কর্মকর্তারা।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই যাত্রাবাড়ী ঝটিকা সংসদ। আর বাফুফের ফুটবলে তাদের অভিষেক ২০০২ সালে। ২০০২ সালে পাইওনিয়ারে খেলা ক্লাবটি ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়ে তৃতীয় বিভাগে ওঠে। ২০১৮ সালে তৃতীয় বিভাগ লিগ থেকে চতুর্থ হয়ে দ্বিতীয় বিভাগে উন্নীত হওয়া। এবার দ্বিতীয় বিভাগ লিগে কোনো ম্যাচে না হেরেই শিরোপা জয় করা। তথ্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু। তার মতে, ‘আমরা যাত্রাবাড়ী এলাকার আঞ্চলিক টিম। আমাদের লক্ষ্য আঞ্চলিক ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করা। যার মধ্যমে এলাকার যুবসমাজকে মাদক-সন্ত্রাসসহ অন্য নেতিবাচক কাজ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত রাখা।’
যাত্রাবাড়ী ঝটিকা সংসদের আগে একই এলাকার অপর দল যাত্রাবাড়ী ক্রীড়া চক্র সিনিয়র ডিভিশন বা প্রথম বিভাগ লিগে খেলছে। এবার যোগ হলো ঝটিকা সংসদ। যাত্রাবাড়ী ক্রীড়া চক্র সুযোগ পাওয়া সত্ত্বেও বিসিএলে খেলছে না এবার। তা আর্থিক কারণে। অনু জানান, ‘আমাদের এলাকার দুই ক্লাব সিনিয়র ডিভিশনে উঠে এলাকায় আলোড়ন তুলেছে। এখন আমাদের লক্ষ্য বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বা বিসিএলে খেলা। এরপর দেশের ফুটবলের সর্বোচ্চ আসরে।’
এ বছর ক্লাবটি প্রায় ৪০ লাখ টাকা খরচ করে দল গড়ে সাফল্য পেয়েছে। এই অর্জনের নেপথ্যে কোচ আরমান হোসাইন। তিনিই গতবারের নবম স্থান পাওয়া দলকে এবার চ্যাম্পিয়ন করিয়েছেন। কোচ জানান, ‘আমার কোচিং ক্যারিয়ারে এটিই সেরা অর্জন। কারণ টিম অপরাজিত চ্যাম্পিয়ন।’ তার দেয়া তথ্য, ‘আমাদের ক্লাব সেক্রেটারি দলকে পর্যায়ক্রমে বিপিএলে খেলাতে চান।’ লিগের সর্বোচ্চ গোলদাতা আরিয়ান (১১) ও এই ক্লাবের খেলোয়াড়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা