০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকায় সৌরভের প্রথম হ্যাটট্রিক

-

গত বছর খুলনা লিগে মোহামেডানের হয়ে দুই হ্যাটট্রিক ছিল সৌরভ দেওয়ানের। ৭ ম্যাচে ১২ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হলেও দলকে রানার্সআপের বেশি করাতে পারেননি। টাঙ্গাইলের এই স্ট্রাইকারের ডাবল হ্যাটট্রিক আছে ২০২০ সালে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ন শিপে। টাঙ্গাইলের হয়ে ময়মনসিংহের বিপক্ষে ছিল তার ৬ গোল। গতকাল ঢাকার ফুটবলে প্রথম হ্যাটট্রিক করলেন সৌরভ। তার তিন গোলের উপর ভর করেই বিসিএলে ওয়ান্ডারার্স ৪-০ গোলে হারায় গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। অপর গোল আকাশের। এবার এ পর্যন্ত ৮ গোল করা সৌরভ গত বছর ওয়ারীর হয়ে করেন সাত গোল। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ ফুটবলে ছিলেন মোহামেডানের অধিনায়ক।


আরো সংবাদ



premium cement