২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জার্মানির শেষ সুযোগ অপেক্ষায় কোস্টা রিকাও

-

সমীকরণটা একটু জটিলই। যদি কিন্তুর হিসাবে গ্রুপ-‘ই’র তলানির দুই দল কোস্টা রিকা ও জার্মানি। আজ রাত ১টায় আল বায়াত স্টেডিয়ামে শেষ ম্যাচে এক অপরের মোকাবেলা করবে। কোস্টারিকা জয়ী হলে কোনো সমীকরণের প্রয়োজন হবে না। সরাসরি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। ড্র হলেই সমীকরণের বেড়াজালে আটকা থাকবে। এক পয়েন্ট নিয়ে তলানিতে থাকা জার্মানি ড্র করলেও বাদ। আর জয়ী হলেও থাকবে গোলের হিসাব-নিকাশ।
নকআউট পর্বে যেতে হলে কোস্টারিকানদের বিপক্ষে জয় ভিন্ন অন্য কোন পথ খোলা নেই জার্মানির। ড্র করলেও এবারের আসর থেকে বিদায় নিতে হবে ফ্লিকের দলকে। অন্য দিকে স্পেন ও জাপান যদি ড্র করে তবে জার্মানির অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে। আর হাজিমে মোরিইয়াসুর দল যদি লা রোজাদের সাথে জয়ী হয়ে আরেকটি অঘটনের জন্ম দেয়া তবে স্পেনকে বিদায় করতে হলে ফ্লিকের দলকে অন্তত পাঁচ গোলের ব্যবধানে কোস্টা রিকাকে হারাতে হবে।
সব ধরনের টুর্নামেন্টে ১০ ম্যাচে মাত্র দু’টি জয় পাওয়ায় গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে জার্মানিকে মোটেই আত্মবিশ্বাস জোগাচ্ছে না। যেখানে ড্র কিংবা পরাজয়ে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে চারবারের চ্যাম্পিয়নরা। এটা তাদের ফুটবলের ইতিহাসে প্রথম। একইসাথে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে জয়বিহীন জার্মান ম্যানেজার হিসেবে ইতিহাস রচনা করবেন ফ্লিক। এর আগে বিশ্বকাপে একবারই কোস্টারিকাকে মোকাবেলা করেছে জার্মানি। ২০০৬ সালের ম্যাচটিতে ৪-২ গোলে জয়ী হয়েছিল জার্মানরা।
হ্যান্সি ফ্লিকের জার্মানি স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে কোনোমতে টুর্নামেন্টে টিকে রয়েছে। এর আগে জাপানের কাছে প্রথম ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়ে নিশ্চিত ৩ পয়েন্ট হারিয়েছিল লস টিকোসরা। অন্য দিকে স্পেনের কাছে সাত গোলে বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করা কোস্টারিকা দ্বিতীয় ম্যাচে জাপানকে হারিয়ে টুর্নামেন্টে ফিরে এসেছে। জাপানের সাথে সমান ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা কোস্টারিকা শীর্ষে থাকা স্পেনের তুলনায় মাত্র ১ পয়েন্ট পিছিয়ে। জার্মানির বিপক্ষে জয়ী হলে ইতিহাসের তৃতীয়বারের মতো নকআউট পর্ব নিশ্চিত করবে কনকাকাফ অঞ্চলের দেশটি। তবে স্পেন যদি জাপানকে হারাতে পারে তবে লুইস ফার্নান্দো সুয়ারেজের দলের ড্র করলেই চলবে।
আট বছর আগে লস টিকোসরা ইতালিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ঐতিহাসিক জয় নিশ্চিত করেছিল। সেই দলটি এবার শেষ ম্যাচে আরো এক ফুটবল জায়ান্টদের সামনে, যাদের হারাতে পারলে আবারো নকআউট পর্বে যাওয়া নিশ্চিত হবে।


আরো সংবাদ



premium cement
খুলনায় হত্যাসহ ৪ মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’ দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে এনসিএলের ফাইনালে ঢাকা মেট্রো দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’ জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন তুরস্ক করবে : পররাষ্ট্রমন্ত্রী ফিদান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট গাজায় যুদ্ধুবিরতি চুক্তি সন্নিকটে : হামাস

সকল