২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সোহানের সেঞ্চুরিতে শেখ জামালের অবিশ্বাস্য জয়

সেঞ্চুরি করার পর সোহান : বিসিবি -

নুরুল হাসান সোহানের নান্দনিক ইনিংসে অবিশ্বাস্য এক জয় পেয়েছে শেষ জামাল ধানমন্ডি ক্লাব। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১১৮ বলে ১৩২ রানের অনবদ্য ইনিংস খেলে শেখ জামালকে চার উইকেটের রোমঞ্চকর এক জয় এনে দিলেন উইকেটরক্ষক সোহান। এই জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেল অভিজাত পাড়ার এই ক্লাবটি। আর ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রূপগঞ্জ টাইগার্স। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে শেখ জামাল। ব্যাট হাতে নেমে ৪৪ রানের সূচনার পর, তিন বলের ব্যবধানে ওই স্কোরেই দুই উইকেট হারায় রূপগঞ্জ। মিডল-অর্ডার ব্যাটাররা বড় ইনিংসে ব্যর্থ হলেও ওপেনার জাকির হাসান ও সাদ নাসিম জোড়া হাফ-সেঞ্চুরি পান। জাকির ৭৫ রানে ফিরলেও নাসিম ৫০ রানে অপরাজিত থাকেন। এতে ৫০ ওভারে ছয় উইকেটে ২৪৭ রান সংগ্রহ পায় রূপগঞ্জ টাইগার্স।
জবাবে ৩৩ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে শেখ জামাল। ৮১ রানে পঞ্চম উইকেট পতন। এরপর ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ। উভয়েই উইকেটে টিকে থাকার লড়াই করেন। তাতে ষষ্ঠ উইকেটে ১৫৪ বলে ১৩৪ রানের জুটি গড়ে শেখ জামালকে খেলায় ফেরান সোহান-মিরাজ। মিরাজ ৪৩ রানে থামলেও, নুরুল লিস্ট ‘এ’ ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন।
মিরাজ যখন ফিরেন তখন জয় থেকে ৩৩ রানে দূরে ছিল শেখ জামাল। জিয়াউর রহমানকে নিয়ে এক ওভার বাকি থাকতে জয় নিশ্চিত করেন সোহান। ১১৮ বলে ১০টি চার ও পাঁচটি ছক্কা মারেন নুরুল। ম্যাচ সেরাও হন তিনি।

 


আরো সংবাদ



premium cement