২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বাদ পড়ার চিন্তা আর নয়

আবার জাতীয় দলে ডাক পাওয়া জাফর ও নাসির -

একেক কোচের একেক দর্শন। তিন বছর ধরে ভালো খেলে আসছেন রাইট ব্যাক নাসিরুল ইসলাম নাসির। কিন্তু এবার চট্টগ্রাম আবাহনী ছেড়ে সাইফ স্পোর্টিংয়ে আসা এই ফুটবলারকে পাশ মার্ক দেননি জেমি ডে। বাংলাদেশ দলের সাবেক এই কোচের মতো লাল-সবুজদের কোচ অস্কার ব্রুজন এবং মারিও লেমসের দলেও উপেক্ষিত ছিলেন নাসির। তবে নতুন কোচ হাভিয়ার কাবরেরা ঠিকই দুই প্রীতি ম্যাচের জন্য ২৩ জনের দলে ঠাঁই দিয়েছেন তাকে। সাথে ঢাকা মোহামেডানের লেফট উইংগার জাফর ইকবালকেও। দু’জনই আবার ডাক পেলেন বাংলাদেশ দলে। নাসির এখন সিনিয়র পর্যায়ে চলে গেছেন। জাফরের গায়ে উঠতি মোড়করা আছেই। ২০১৭ সালে জাতীয় দলে ডাক পেয়ে ২০১৮ সালেই বাদ পড়েন জাফর। এবার ফের বাংলাদেশ দলে ডাক পেয়ে তাদের দু’জনেরই ইচ্ছে লাল-সবুজ দলে স্থায়ী হওয়া। মাথা থেকে ঝেড়ে ফেলতে চান বাদ পড়ার বিষয়টি।
২০০৬ সালে জাতীয় দলে ডাক পান চাঁপাইনবাবগঞ্জের ফুটবলার নাসির। ২০১০ সালে এসএ গেমসে স্বর্ণজয়ী দলের সদস্য তিনি। এবার তিনি ডাক পেলেন ২০১৬ সালের পর। এই ফুটবলারের মতে, ‘আমি প্রতিবারই ভালো খেলার চেষ্টা করেছি। এবার কোচ আমাকে জাতীয় দলে ফের ডেকেছেন। এখন চাই কোচের প্রত্যাশা পূরণ করে খেলতে। দেশকে আরো কিছু দিন সার্ভিস দিতে।’
২০০৯ সালের সাফে ভুটানের বিপক্ষে করা গোলকে তিনি আন্তর্জাতিক ম্যাচে স্মরণীয় বলে উল্লেখ করলেন। আর ঘরোয়া ফুটবলে গত বছর চট্টগ্রাম আবাহনীর হয়ে ঢাকা আবাহনীর বিপক্ষে গোলটি তিনি মনে বিশেষ ভাবে স্থান দিয়েছেন।
২০১৭ এর অনূর্ধ্ব-১৮ সাফে সর্বোচ্চ গোলদাতা জাফরের কাছে অনেক প্রত্যাশা ছিল। পরের বছর জাতীয় দলে তার গোল লাওসের বিপক্ষে প্রীতিম্যাচে। এরপর বাদের তালিকায়। জাফর জানান, ‘ইনজুরি সমস্যা করেছিল। তা ছাড়া ক্লাব ফুটবলে বিদেশীদের জন্য পছন্দের ফরোয়ার্ড পজিশনে খেলতে পারি না। এটাও একটা কারণ বাদ পড়ার। ক্লাবে আমাকে খেলতে হয় উইং পজিশনে।’
জাতীয় দলের ছোট্ট ক্যারিয়ারে লাওসের বিপক্ষে গোলটিই স্মরণীয়। তবে বেশি গুরুত্ব পাচ্ছে অনূর্ধ্ব-১৮ সাফ টুর্নামেন্টটিকে। সে আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি। বান্দরবানের এই ফুটবলার জানান, এখন আমার লক্ষ্য বাংলাদেশ জায়গাটা ধরে রাখা।


আরো সংবাদ



premium cement
ভারতের মাটিতে ইতিহাস লিখলেন হাসান মাহমুদ চুয়াডাঙ্গায় ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যুক্তরাষ্ট্রে বিচারককে হত্যার দায়ে এক শেরিফ গ্রেফতার বাড়িতে আশ্রয় নেয়া তরুণকে বাঁচাতে এসিডে ঝলসে গেল ২ নারী আজ থেকে ভারতে ‘অবৈধ’ শেখ হাসিনা, এখন কী পদক্ষেপ নেবে ভারত জুলাই-আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতি সূচনা করবে ছাত্রদল ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ রাঙ্গামাটিতে সংঘর্ষ-ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, বিনিয়োগ ও রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ সাবেক খতিব ফিরে আসাকে ঘিরে বায়তুল মোকাররমে উত্তেজনা আগামী সংসদ নির্বাচনে জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে : অধ্যাপক মুজিবুর রহমান

সকল