২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

লক্ষ্ণৌ ডাকছে তাসকিনকে বিসিবির না

-

এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন মার্ক উড। বেশ ক’দিন ধরে তার বিকল্প খুঁজছিল লক্ষেèৗ সুপার জায়ান্টস। এবার বিকল্প খুঁজে পেয়েছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশী পেসার তাসকিন আহমেদের সাথে ইতোমধ্যেই যোগাযোগ করেছে তারা। গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান ইংলিশ পেসার উড। চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েক সপ্তাহ বল করতে পারবেন না তিনি। মেগা নিলামে সাড়ে সাত কোটি রুপিতে দলে নেয়া এই পেসারের বদলি হিসেবে তাসকিনকে পছন্দ করেছে।
ফ্র্যাঞ্চাইজিটির উপদেষ্টা গৌতম গম্ভীর আইপিএলে তাসকিন পুরো মৌসুম খেলতে পারবেন কি না তা-ও জানতে চেয়েছেন। ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডের পরপর ঢাকা থেকে ফোনে খবরটা জেনেছেন তাসকিন। এমন প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের বিমান ধরতে হবে তাসকিনকে।
জাতীয় দলের হয়ে টেস্ট খেলা বাদ দিয়ে তাসকিন আইপিএল খেলবে- এমনটা ভাবতে নারাজ বিসিবির কর্মকর্তারা। আর তাই তাসকিনের সাথে কথা বলে তাকে অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তাসকিনের সাথে লক্ষেèৗ যোগাযোগ করেছে, আমরা এই সম্পর্কে অবগত। তবে এই মুহূর্তে ও দক্ষিণ আফ্রিকায় খেলছে যেটি আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা কোনো সিদ্ধান্ত নেইনি।’
তিনি যোগ করেন, ‘আমাদের সাথে বিসিসিআইও যোগাযোগ করেছে। এখন আমরা একটি সিরিজে আছি। আমরা তাকে অনাপত্তিপত্র দেইনি। আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক। জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। তাসকিন তাদের জানিয়ে দিয়েছে সে খেলবে না, যেতে পারছে না।’

 

 


আরো সংবাদ



premium cement
দৌলতদিয়ায় ২৬টি অটোরিকশাসহ চোর চক্রের প্রধান গ্রেফতার ‘জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়’ ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য ইসরাইলে কারাগার! অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে ভারতে ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব নিয়ে কেন এত বিতর্ক তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টার মিডিয়া উইং ১৪৯ রানে অলআউট বাংলাদেশ ভারতের মাটিতে ইতিহাস লিখলেন হাসান মাহমুদ চুয়াডাঙ্গায় ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যুক্তরাষ্ট্রে বিচারককে হত্যার দায়ে এক শেরিফ গ্রেফতার বাড়িতে আশ্রয় নেয়া তরুণকে বাঁচাতে এসিডে ঝলসে গেল ২ নারী

সকল