২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

লক্ষ্ণৌ ডাকছে তাসকিনকে বিসিবির না

-

এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন মার্ক উড। বেশ ক’দিন ধরে তার বিকল্প খুঁজছিল লক্ষেèৗ সুপার জায়ান্টস। এবার বিকল্প খুঁজে পেয়েছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশী পেসার তাসকিন আহমেদের সাথে ইতোমধ্যেই যোগাযোগ করেছে তারা। গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান ইংলিশ পেসার উড। চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েক সপ্তাহ বল করতে পারবেন না তিনি। মেগা নিলামে সাড়ে সাত কোটি রুপিতে দলে নেয়া এই পেসারের বদলি হিসেবে তাসকিনকে পছন্দ করেছে।
ফ্র্যাঞ্চাইজিটির উপদেষ্টা গৌতম গম্ভীর আইপিএলে তাসকিন পুরো মৌসুম খেলতে পারবেন কি না তা-ও জানতে চেয়েছেন। ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডের পরপর ঢাকা থেকে ফোনে খবরটা জেনেছেন তাসকিন। এমন প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের বিমান ধরতে হবে তাসকিনকে।
জাতীয় দলের হয়ে টেস্ট খেলা বাদ দিয়ে তাসকিন আইপিএল খেলবে- এমনটা ভাবতে নারাজ বিসিবির কর্মকর্তারা। আর তাই তাসকিনের সাথে কথা বলে তাকে অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তাসকিনের সাথে লক্ষেèৗ যোগাযোগ করেছে, আমরা এই সম্পর্কে অবগত। তবে এই মুহূর্তে ও দক্ষিণ আফ্রিকায় খেলছে যেটি আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা কোনো সিদ্ধান্ত নেইনি।’
তিনি যোগ করেন, ‘আমাদের সাথে বিসিসিআইও যোগাযোগ করেছে। এখন আমরা একটি সিরিজে আছি। আমরা তাকে অনাপত্তিপত্র দেইনি। আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক। জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। তাসকিন তাদের জানিয়ে দিয়েছে সে খেলবে না, যেতে পারছে না।’

 

 


আরো সংবাদ



premium cement
কেন দেশে গণপিটুনির ঘটনা ঘটছে, আইনে এর শাস্তি কী? কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২ সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে প্রেরণ রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ আরসার কমান্ডার আটক বান্দরবানে অস্ত্র, গুলি ও ড্রোন সিগন্যাল জ্যামারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার পোকায় খেলো ভর্তির সময় জমা দেয়া রাবি শিক্ষার্থীদের মার্কশিট কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু জ্বালাপোড়া আর যন্ত্রণায় এখনো কাতরান রেজাউল মুন্সি চীনের নতুন ৬টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ দ্রুত উইকেট হারানোর চাপ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ সংঘর্ষ ও অগ্নিসংযোগে উত্তাল দীঘিনালা : নিহত ৩

সকল