২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সব মেনেই দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব

বিসিবিতে সাকিবকে নিয়ে বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে পাপন : নয়া দিগন্ত -

অনেক আগ থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সাকিব বড় না বিসিবি। আরো একবার সাকিবের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাতে হয়েছে বোর্ডকে। আগের দিন যেমন নির্বাচক আবদুর রাজ্জাক বলেই দিলেন বোর্ডের ক্ষমতা নেই সাকিবকে বাদ দেয়ার। অর্থাৎ সাকিব চাইলে ছুটিতে থাকবেন কিংবা খেলবেন। রাজ্জাক যেমন রাখঢাক না রেখে বলে দিলেন আর অন্যরা ইনিয়ে বিনিয়ে বোর্ড এবং সাকিবের পক্ষে না গিয়ে সমান্তরালে কথা বলেছেন। প্রেস্ট্রিজ বলতেও একটা কথা আছে। দেশের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। সভাপতি নাজমুল হাসান পাপন। বারবার সাকিব তো আর জিততে পারেন না। পাপনেরও তো জেতা উচিত। সেদিকটা আমলে নিয়েই কি সাকিবকে বাধ্য কিংবা অনুনয় করা হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে। নাটক যাই হোক সবকিছু মেনে নিয়ে আজ সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। সেখানে গিয়ে দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবেন। এটাই আপাতত চূড়ান্ত। তবে পাপন জানিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকায়ও সাকিবকে দেয়া হতে পারে বিশ্রাম।
গতকাল সাকিব ও নাজমুল হাসান পাপন দু’জনই দুপুরে মিরপুর শেরেবাংলায় আসেন। প্রথমে শেরেবাংলায় পা রাখেন বিসিবি প্রধান। তার কিছুক্ষণ পর বিসিবিতে আসেন সাকিব। এরপর দু’জনই বৈঠকে বসেন। সাকিব ও বোর্ডের আলোচনা দু’টি ব্যাপার যেন এক সুতোয় গাঁথা। এবারো ব্যতিক্রম হয়নি। দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না বলে নানা নাটকের জন্ম দিয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া বাংলাদেশ দলও চলে গেছে দক্ষিণ আফ্রিকায়। কিন্তু পুরো দল দেশ ছাড়ার পর নাটকে নতুন মোড় নিয়েছে। নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সাকিব। বৈঠক শেষে গণমাধ্যমকে বিসিবি প্রধান জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে আগামীকালই (আজ) ঢাকা ছাড়বেন দেশসেরা ক্রিকেটার। সাকিবও নিজের সিদ্ধান্ত বদলের খবরটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
সাংবাদিকদের সাকিব বলেন, ‘দেখেন কোনো কিছু আসলে এক-দুই দিনে পরিবর্তন করা সম্ভব না। আমি এখন ভালো অবস্থায় আছি। যেহেতু আমি জানি পুরো পরিষ্কার চিত্র আছে আমার সামনে। আর দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গেলে হয়তো আরো তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভিন্ন কোনো পরিবেশে গেলে মানসিকতাটা অনেক বদল হয়ে যায়। আশা করি সে রকম কিছু হবে এবং দলের জন্য ভালো পারফর্ম করতে পারব।’
তিনি যোগ করেন, ‘পাপন ভাইয়ের (নাজমুল হাসান) সাথে পরশু রাতেও কথা হয়েছে, আজও (গতকাল) ওনার সাথে কথা হয়েছে। যেহেতু তিন সংস্করণেই আছি, তিন সংস্করণেই সব সময় দল ডাকলে খেলার জন্য প্রস্তুত থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে, কখন বিশ্রাম দেয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি অ্যাভেইলেবল।’
নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানালেন, ‘আমার সাথে ওর লম্বা আলোচনা হয়েছে। ও জানিয়েছে, ও সব সংস্করণে খেলতে ইচ্ছুক দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। এটা আমাকে পরশু বলেছে। তারপর বলেছি, তুমি বিশ্রাম নাও। ঠাণ্ডা মাথায় ভেবে আমাকে জানাও। কাল (শুক্রবার রাতে) আমাকে ফোন করে জানিয়েছে, ‘আমি আসলেই খেলতে চাই’। আমি তার পরও তাকে সময় দিলাম। বললাম, কাল (গতকাল) বোর্ডে আসো। সে অনুযায়ী সবাই মিলে বসেছিলাম।’
সাকিবের থাকা না থাকার এই বিতর্কের দ্রুত অবসান চাইছেন বিসিবি সভাপতি। সাকিবের মানসিক অবস্থার কথা জানিয়ে পাপন বলেন, ‘ধারাবাহিকভাবে যদি দেখেন... ও আমাকে প্রথমে বলেছে ছুটি চায়। তারপর বলল সে খেলবে। আবার বলল সে ফিট না। তারপর বলল খেলব না। আবার বলছে খেলবে। ওর যে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। এখন আমরা তাকে সাপোর্ট করি। এখানে কোনো চাপ নেই। সে স্বতঃস্ফূর্তভাবে খেলতে চাইলে অবশ্যই আমরা তাকে স্বাগত জানাই। আমি চাচ্ছি, এই বিতর্কের এখানেই অবসান হোক। ও সব ফরম্যাটে খেলতে চায় এবং বোর্ড এটা মেনে নিয়েছে।’
তবে কোনে ম্যাচে সাকিবকে বিশ্রাম দেয়ার সম্ভবনার কথাও জানিয়ে রাখলেন পাপন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সব ম্যাচেই অ্যাভেইলেবল সাকিব। সে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এখানে কথা আছে, এমনও হতে পারে সেখানে কোনো ম্যাচে ওকে দলের বাইরেও রাখা হতে পারে। এটা নিয়ে হুলুস্থূল করার কিছু নেই।’
আগামী শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের আগে মাত্র চার দিন অনুশীলনের সুযোগ পাবে ওয়ানডে দলের সদস্যেরা। দেরিতে যাওয়ায় সাকিব অনুশীলনের সুযোগ পাবেন আরো কম। তিন ম্যাচ সিরিজের বাকি দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে শেষে শুরু হবে টেস্ট সিরিজ। দুটি টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল এবং ৮ থেকে ১২ এপ্রিল।


আরো সংবাদ



premium cement
বগুড়ায় আ’লীগ সভাপতিসহ ২৯৭ জনের বিরুদ্ধে মামলা উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে ছিল আ’লীগ : হামিদুর রহমান আজাদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৯ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু ভিসি নিয়োগের দাবিতে ইবি’র মহাসড়ক অবরোধ তিন পার্বত্য জেলায় সংঘর্ষ নিয়ে যা জানালো আইএসপিআর দেশের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে : নূরুল ইসলাম বুলবুল সাবেক কৃষিমন্ত্রীসহ শ্রীমঙ্গল আ’লীগ নেতাদের বিরুদ্ধে ২ মামলা বাংলাদেশের বিপক্ষে ৩০৮ রানের লিড ভারতের হাসিনার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে আর কেউ ফ্যাসিবাদী না হয় : রিজভী বানিয়াচংয়ে দানবক্সের টাকা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসূলের সা. আদর্শ অনুসরণ করতে হবে

সকল